কলকাতা 

TET: অবিলম্বে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন টেট উত্তীর্ণরা, বিক্ষোভ, পুলিশের সঙ্গে হাতাহাতি চাকরিপ্রার্থীদের, চরম অস্বস্তিতে রাজ্যের শিক্ষা দফতর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অবিলম্বে নিয়োগ করতে হবে, এই দাবিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করতে যাওয়ার পথে টেটের চাকরিপ্রার্থীদের আটকে দেওয়া হল। নিয়োগের দাবিতে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের পুলিশ বাধা দেয়। যার জেরে পুলিশের সঙ্গে কয়েক প্রস্থ হাতাহাতিও হয় টেট পরীক্ষার্থীদের।

বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করার জন্য উল্টোডাঙা থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে রওনা হয় টেট চাকরিপ্রার্থীরা। কিন্তু সল্টলেকে ঢোকার মুখেই তাঁদের আটকে দেওয়া হয়। খবর পেয়ে এলাকায় পরিস্থিতি সামলাতে চলে আসে পুলিশ। তাঁরা বিক্ষোভকারীদের বাধা দিলে, তাঁদের সঙ্গেই ধ্বস্তাধ্বস্তি হয় বিক্ষোভকারীদের। তবে টেট চাকরিপ্রার্থীরা পুলিশের ঘেরাটোপ পেরিয়ে শেষ পর্যন্ত বিকাশ ভবন পর্যন্ত পৌঁছতে পারেননি।

Advertisement

বুধবার সল্টলেকের ওই এলাকার ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, বিক্ষোভরত টেট পরীক্ষার্থীদের পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। তাঁদের জোর করে বিক্ষোভ স্থল থেকে একটি বাসের ভিতর তুলে দেওয়া হয়। তবে বাসের ভিতর থেকেও ওই চাকরিরপ্রার্থীরা তাঁদের অভিযোগের কথা বলতে থাকেন।

তাঁরা বলেন, ‘‘আমাদের দাবি অবিলম্বে আমাদের নিয়োগ করতে হবে। ২০১৯ সালের জানুয়ারিতে আমাদের পরীক্ষা হয়। তার পর থেকে নিয়োগের অপেক্ষা করছি। কিন্তু নিয়োগ হয়নি।’’ বিক্ষোভকারীরা জানিয়েছেন, আলোচনার বহু অনুরোধ সত্ত্বেও তা সফল না হওয়ায় তাঁরা পথে নেমেছেন।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ