দেশ 

National Herald Office: দিল্লিতে ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর সিল করে দিল ইডি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে একটানা জিজ্ঞাসাবাদের পর বুধবার ন্যাশনাল হেরাল্ডের সদর দফতর হেরাল্ড হাউস ও প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস-এর সঙ্গে যুক্ত ১২টি জায়গায় হানা দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুলকে পাঁচ দিনে প্রায় ৫৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সনিয়াকেও তিন দিনে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের সূত্রে দাবি, সনিয়া ও রাহুলকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে।

সোনিয়া ও রাহুলকে বার বার তলবে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলছেন কংগ্রেস নেতৃত্ব। সরাসরি ইডি হানা নিয়ে মন্তব্য না করলেও রাহুল বলেন, ‘‘এই সরকার চায়, বিরোধীরা কোনও প্রশ্ন না করে সব মেনে নিক। আমি সবাইকে বলতে চাই, এদের ভয় পাওয়ার কোনও দরকার নেই। এককাট্টা হয়ে লড়লেই এরাই ভয় পেয়ে যাবে।’’
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গেও বলেন, ‘‘কোনও বিজেপি নেতাকে ইডি গ্রেফতার করেছে বা তাঁদের ঠিকানায় তল্লাশি চালানো হয়েছে?’’

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ