কলকাতা 

প্রথম বার মন্ত্রী হয়েই গুরুত্ব পেলেন বাবুল, প্রদীপ, পার্থ ও স্নেহাশিস, দুটি মন্ত্রক থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদকে,মন্ত্রীসভায় আরো গুরুত্ব পেলেন শোভন – শশী, এক ঝলকে দেখা নিন নতুন মন্ত্রীদের দফতর

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: নতুন নয় মন্ত্রীর শপথ গ্রহনের কয়েক ঘণ্টা পর দফতর বণ্টন করা হল। প্রথম বার মন্ত্রী হয় গুরুত্বপুর্ণ দফতর পেলেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক এবং স্নেহাশিস চক্রবর্তী।

এবার ফিরহাদ হাকিমের কাছ থেকে পরিবহণ এবং আবাসন দপ্তর কার্যত কেড়ে নেওয়া হল। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা পরিষদীয় দপ্তরের দায়িত্ব পেলেন বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আবার শিল্পের মতো গুরুত্বপূর্ণ দপ্তর দায়িত্ব গেল শশী পাঁজার হাতে।

Advertisement

একঝলকে দেখে নিন নতুন মন্ত্রীরা কোন দায়িত্ব পেলেন?

পূর্ণমন্ত্রী :

প্রদীপ মজুমদার- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

পার্থ ভৌমিক- সেচ ও জলপথ

উদয়ন গুহ-উত্তরবঙ্গ উন্নয়ন

বাবুল সুপ্রিয়- তথ্য প্রযুক্তি ও পর্যটন

স্নেহাশিস চক্রবর্তী- পরিবহণ

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা :

বীরবাহা হাঁসদা- বন এবং স্বনির্ভর

বিপ্লব রায়চৌধুরী- মৎস্য

প্রতিমন্ত্রী :

তাজমুল হোসেন- ক্ষুদ্র, কুটির ও বস্ত্র

সত্যজিৎ বর্মন- শিক্ষা


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ