কলকাতা 

CID West Bengal: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে ‘আটক’ সিআইডির চার তদন্তকারী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক :  কলকাতা থেকে ঝাড়খন্ডগামী গাড়ি থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হওয়ার ঘটনায় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস এম এল একে গ্রেফতার করেছে পাঁচলা থানার পুলিশ।। ইতিমধ্যে এই ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। এই টাকা উদ্ধারের তদন্ত করতে গিয়ে সিআইডির আধিকারিকরা দিল্লিতে এক ব্যবসায়ির  বাড়িতে যাওয়ার চেষ্টা করলে দিল্লির সাউথ ক্যাম্পাস থানা চার সিআইডি আধিকারিককে আটক করে বলে  আজ খবর পাওয়া গেছে। এই তদন্তকারী আধিকারিকদের কাছে তল্লাশি চালানোর জন্য আদালতের ওয়ারেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে দিল্লি পুলিশ কাজ করতে দিচ্ছে না বলে টুইটারে অভিযোগ করেছে সিআইডি।

সিআইডির তরফে দাবি করা হয়েছে, সিদ্ধার্থর বাড়িতে তল্লাশির জন্য তাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল। এবং সমস্ত প্রোটোকল মেনে সেই মতো সাউথ ক্যাম্পাস থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বুধবার সিআইডির দলটি সিদ্ধার্থর বাড়িতে তল্লাশি অভিযানে গেলে সাউথ ক্যাম্পাস থানার পুলিশ তাদের বাধা দেয় বলে অভিযোগ। এর পরই সিআইডির ওই চার আধিকারিককে সাউথ ক্যাম্পাস থানায় নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়।

Advertisement

সিআইডির তরফে দাবি করা হয়েছিল যে, হাওড়ার পাঁচলা এলাকায় বিধায়কদের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সিদ্ধার্থ। তাই তদন্তের স্বার্থেই সব রকম অনুমতি এবং ব্যবস্থা নিয়েই দিল্লি রওনা দিয়েছিলেন চার তদন্তকারী আধিকারিক। অভিযোগ, তদন্তে বাধা দিচ্ছে দিল্লি পুলিশ।

রাজ্য পুলিশ সূত্রের খবর, সিআইডি এবং দিল্লি পুলিশের মধ্যে এই জট কাটাতে বুধবারই দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গ পুলিশের তিন শীর্ষ কর্তা। এডিজি পদমর্যাদার এক আধিকারিক এবং দু’জন আইজি পদমর্যাদার আধিকারিক থাকতে পারেন এই দলে।

সিআইডির তরফে টুইট করে দাবি করা হয়েছে, তাদের কাছে সার্চ ওয়ারেন্ট থাকা সত্ত্বেও দিল্লি পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে। প্রমাণ হিসেবে টুইটে সেই সার্চ ওয়ারেন্টের কপিও ট্যাগ করেছে সিআইডি।

গত শনিবার বিকেলে কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নগদ টাকা উদ্ধার হয়। পুলিশ জানিয়েছিল, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী একটি গাড়িতে গচ্ছিত রয়েছে প্রচুর টাকা। সেই অনুযায়ী পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর রানিহাটি মোড়ের কাছে একটি কালো গাড়িকে থামানো হয়। তল্লাশি চালিয়ে তিন কংগ্রেস বিধায়কের কাছ থেকে উদ্ধার হয় ৪৯ লক্ষ টাকা।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ