দেশ 

অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং রেকর্ড বেকারত্ব ইস্যুতে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন ঘেরাও করতে চলেছে কংগ্রেস

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: অস্বাভাবিক মূল্যবৃদ্ধি (Price Hike) এবং রেকর্ড বেকারত্বকে হাতিয়ার করে বড়ো আন্দোলন নামতে চলেছে কংগ্রেস। আগামী ৫ আগস্ট শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বাসভবন ঘেরাও করবেন কংগ্রেস কর্মীরা। একই সঙ্গে এদিন থেকে দেশজুড়ে আন্দোলনে ঝাঁপাতে চলেছে কংগ্রেস।

জানা গেছে,৫ কংগ্রেসের ওয়ার্কিং কমিটির (CWC) সদস্য এবং বর্ষীয়ান নেতারা ‘প্রধানমন্ত্রী বাসভবন ঘেরাও’ কর্মসূচিতে থাকবেন। রাষ্ট্রপতি ভবন পর্যন্তও মিছিল ‘চলো রাষ্ট্রপতি ভবন’ কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যসভা এবং লোকসভার কংগ্রেস সাংসদরা। এছাড়া রাজ্যে-রাজ্যে রাজভবন ঘেরাও কর্মসূচি করবেন বিধায়ক, এমএলসি এবং প্রাক্তন সাংসদরা।

Advertisement

প্রসঙ্গত, মূল্যবৃদ্ধি- বেকারত্বের বিরুদ্ধে সংসদে বারবার সরব হয়েছেন কংগ্রেস সাংসদরা। বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ডও হয়েছেন কংগ্রেসের ৪ সাংসদ-সহ মোট ২৭ বিরোধী সাংসদ। বিরোধীদের চাপে শেষপর্যন্ত সোমবার সংসদে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে রাজি হয়েছে সরকার পক্ষ বলেই সূত্রের খবর। এরমাঝেই একই ইস্যুতে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের পথে হাঁটছে কংগ্রেস।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ