জেলা 

শান্তিনিকেতনের ‘অপা’র মালিক অর্পিতা মুখোপাধ্যায় জানালেন বোলপুরের ভূমি ও রাজস্ব আধিকারিক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শান্তিনিকেতনের সেই বিতর্কিত বাড়ি ‘অপা’র মালিক অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় নন। বাড়ির দলিল দেখে জানালেন বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক।

বোলপুরের ভূমি ও রাজস্ব দফতর সূত্রে জানা গিয়েছে, প্রান্তিকের ফুলডাঙায় ০.১৭ একর (১০ কাঠার বেশি) জমির উপর রয়েছে ‘অপা’ নামের সেই বাড়ি। ২০১২ সালে কলকাতার বাসিন্দা সুষেণ বন্দ্যোপাধ্যায় ও শ্যামলী বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জায়গাটি কেনা হয়েছিল। ২০২০ সালের ২৪ ডিসেম্বর খতিয়ান রেকর্ড হয়। স্থানীয়েরা জানিয়েছেন, অর্পিতা মুখোপাধ্যায়কে প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতে দেখা যেত। তবে পার্থকে কেউ কখনও দেখেননি। শনিবার বোলপুরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক সঞ্জয় রায় বাড়ির দলিলের খতিয়ান দেখে বলেন, ‘‘শ্যামবাটি মৌজায় ১৯২৯ খতিয়ানটি অর্পিতা মুখোপাধ্যায়, মাতা মিনতি মুখোপাধ্যায়ের নামে রেকর্ড রয়েছে। ২০২০ সালের ডিসেম্বরে ওই বাড়ির জমির খতিয়ান তৈরি হয়েছিল।’’ সঞ্জয়ের কথা থেকে স্পষ্ট, ওই নথিতে পার্থের নাম নেই।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ