কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মহা সমারোহে নক্ষত্র সমাবেশে অনুষ্ঠিত হল ‘রঙমিলান্তি’- র বার্ষিক অনুষ্ঠান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

স্মৃতি সামন্ত  : চাঁদের হাটে রঙমিলান্তি পরিবারের ২৫০ এরও অধিক সাহিত্যিকের সমাগম হয় কলেজ স্কয়ারে মহাবোধি সোসাইটি হলে। পবিত্র বৈদিক শান্তি মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্কা চৌধুরীর উদ্বোধনী সঙ্গীত ও সভাপতি গৌতম বিশ্বাসের উদ্বোধনী ভাষণের পর ভারত সরকারের সাহিত্য অ্যাকাডেমির পূর্বাঞ্চলীয় শাখার প্রধান সচিব দেবেন্দ্র কুমার দেবেশ, প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক অজিতেশ নাগ, নবকল্লোল পত্রিকার সম্পাদক রুপা মজুমদার, রিপাবলিক বাংলার সাংবাদিক স্বর্ণালী সরকার, সঙ্গীত শিল্পী ইমন সেন, সমাজ সেবিকা সুদীপ্তা চৌধুরী, শিক্ষক কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায় , রঙমিলান্তি পরিবারের প্রতিষ্ঠাতা কর্ণধার রাকেশ শর্মা এর আলোকজ্জ্বল বর্ণময় উপস্থিতি তে একে একে ৩০ জন একক নবীন ও প্রবীণ সাহিত্যিক এর একক গ্রন্থ প্রকাশিত হয়।

তিনটি যৌথ সংকলন, রঙমিলান্তির নিজস্ব পত্রিকা ‘ রঙমিলান্তি নববর্ষ সংখ্যা ’ও প্রকাশিত হয়। ইমন সেনের গান, সতীনাথ মুখোপাধ্যায় এর আবৃত্তি, স্বর্ণালী সরকারের ইউক্রেনে সংবাদ সংগ্রহের কাহিনী ও নারী শক্তির জাগরনের জ্বালাময়ী বক্তৃতা অনুষ্ঠানকে, গৌরবান্বিত, মহিমান্বিত করেছে। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ‘রঙমিলান্তি শ্রেষ্ঠ সম্মাননা ২০২২’ প্রদানের মধ্য দিয়ে গুনীজনদের শ্রদ্ধাঞ্জলি ও সম্মান প্রদর্শন করে। ‘ রঙমিলান্তি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মাননা’ পান বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, ‘সেরা সাংবাদিক পুরস্কার’ পান স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা ; ‘সেরা সঙ্গীত শিল্পী পুরস্কার- ইমন সেন, ‘সেরা সমাজ সেবি সংস্থা – পরশ পাথর, মেমারি ; ‘ বিশিষ্ট শিক্ষক সম্মানে ভূষিত হন কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায় ; ‘সেরা সম্পাদক – রূপা মজুমদার’ এছাড়াও সেরা ফেসবুক পেজ- ‘কালপুরুষ’ ; ‘সেরা ফেসবুক গ্রুপ- লাল পলাশের পথে’ ‘শ্রেষ্ঠ আবৃত্তিকার’, শ্রেষ্ঠ শরৎ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, বিভূতিভূষণ পুরস্কার ইত্যাদি বিষয়ে পুরস্কার প্রদান করে রঙমিলান্তি ।

Advertisement

এরপর কবিতা পাঠ ও প্রিয় সাহিত্যিক সম্বর্ধণা জ্ঞাপনের পর চন্দনা দাসের ধন্যবাদ জ্ঞাপন ভাষণের পর রঙমিলান্তি পরিবারের প্রতিষ্ঠাতা কর্ণধার রাকেশ শর্মা মহাশয়. রঙমিলান্তি পরিবারের ও সকল পুরস্কার প্রাপকদের সম্মান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ