জেলা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মুর্শিদাবাদের ভগবানগোলায় বৃক্ষরোপন কর্মসূচি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি: আজ ৩০শে জুলাই শনিবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার এক নম্বর ব্লকের মহিষাস্হালী অঞ্চলের কালুখালী বাইপাসে এবং স্বপনগড় বাসস্ট্যান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, ,কিষান খেতমজুর সেলের মহাকুমা সভাপতি সোহরাব আলী,, ইব্রাহীম ওরফে মহাবীর,সেখ আপেল,সেখ আলমগীর,সেখ রিপন,সেখ আপেল, সাজাহান মহলদার,সেখ টারজান,সেখ মিলন, প্রমুখ।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভায় কালুখালী বাইপাসে এবং স্বপনগড় বাসস্ট্যান্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম আজকে তিনশো টি বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি আরও বলেন, বৃক্ষরোপণ এবং রক্তদান মহৎ কাজ।গাছ কাটা বিরাট অপরাধ কেউ যদি গাছ কাটে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিধায়ক ইদ্রিস আলী বলেন, পার্থ চ্যাটাজী কান্ডে বিশ্ব নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সাংসদ যুবরাজ অভিষেক ব্যানাজী তাঁর বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন এবং যে কাজ করে চলেছেন ভগবানগোলা সহ ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ মানুষরা দুহাত তুলে আর্শীবাদ করছেন। তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীর বাড়িতে বা অন্যান্য জায়গায় যদি ই ডি খানা তল্লাশি করে তাহলে অর্পিতা মুখার্জির চেয়েও অনেক টাকা পাওয়া যাবে । তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীর বাড়িতে সি বি আই এবং ই ডি হানা হোক তাতে বোঝা যাবে কতধানে কত চাল। বিধায়ক ইদ্রিস আলী আরো বলেন,ই ডি যদি নিরপেক্ষ তদন্তকারী সংস্হা হয় তাহলে নারদা সারদা কেলাঙ্কারীতে যুক্ত তাহলে ইডি শুভেন্দু অধিকারীর বাড়ি তল্লাশি করে দেখাক ।

উপরিউক্ত মন্তব্য গুলো সমর্থন করেন, তৃনমূল কংগ্রেসের নেতা সেকান্দার হোসেন,কিষান খেতমজুর সেলের ব্লক সভাপতি সাবিরুল ইসলাম, তৃনমূল যুব সভাপতি আহসানুল রহমান ওরফে বাপন, পন্চায়েত সমিতির সদস্য সেখ গোলাপ, সেখ মোস্তফা,প্রধান অচিন্ত্য দাস।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ