কলকাতা 

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরে ভারী বৃষ্টির সম্ভাবনা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণবঙ্গে গরম এবং আর্দ্রতা বাড়বে,তবে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার এই সম্ভবনা প্রবল।

আজ শনিবার কলকাতায় (Kolkata) আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে। এদিনের সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩২.৬ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। ৩৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে তাপমাত্রা। সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের।

Advertisement

রবি ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভিজতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান। উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আগামী কাল এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে।

এদিকে উত্তরবঙ্গে (North Bengal) আজ থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি- এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরেও। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে এমন পরিস্থিতি চলবে মঙ্গলবার পর্যন্ত। ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে। বাড়তে পারে নদীর জলস্তর।

শনিবার ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের (Heavy Rain) সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়িতে।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ