কলকাতা 

TET: নিয়োগের দাবিতে অভিষেকের দফতরের সামনে শুক্রবার বিকেল থেকে একটানা অবস্থানে অনড় টেট-উত্তীর্ণরা, চাপে তৃণমূল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ৫০৪ দিন ধরে এস এস সি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনরত চাকরির প্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন গতকাল শুক্রবার। সমস্যার সমাধান করার চেষ্টা করেন আগামী আটই আগস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকরিপ্রার্থীদের।

এরপরই অভিযোগ উঠেছে যে তৃণমূল কংগ্রেস কায়দা করে আন্দোলনকে ভেঙে ফেলার চেষ্টা করছে। কারণ একই দাবিতে আন্দোলনরত সবাইকে ডাকা হয়নি । নিজেদের পছন্দমত কয়েকজন ব্যক্তিকে এই মিটিংয়ে ডাকা হয়েছিল। ফলে অন্য গোষ্ঠীর আন্দোলনরত চাকরি প্রার্থীরা গতকাল বিকেল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে বিক্ষোভ দেখাতে শুরু। এই সকল আন্দোলনকারীদের দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তাদের কথা শুনতে হবে।

Advertisement

কিন্তু গতকাল আলোচনা ফলপ্রসূ হলেও এইসব আন্দোলনকারীদের কথা শোনা হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে ওইসব আন্দোলনকারীরা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের সামিল হয়েছে। গতকাল রাতভর অবস্থান বিক্ষোভের পর শনিবার সকালে সেখান থেকে তারা উঠছে না।তাঁদের দাবি, দ্রুত নিয়োগের দাবিতে এই আন্দোলন চলতেই থাকবে।

শনিবার সকাল থেকেই ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরের সামনে টেট-উত্তীর্ণদের জমায়েত বাড়ছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ২টো থেকে অভিষেকের দফতরের সামনে অবস্থানে বসেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এসএসসি চাকরিপ্রার্থীদের মতো তাঁদের সঙ্গেও দেখা করতে হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে। যদিও আগামী সপ্তাহে তাঁদের সঙ্গে সাক্ষাতের আশ্বাস দিয়েছে অভিষেকের দফতর। তবে আন্দোলনকারীদের দাবি, তাঁদের সঙ্গে অবিলম্বে দেখা করতে হবে অভিষেককে।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৪ সালে প্রাথমিকে তাঁদের নিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার পর থেকে প্রায় আট বছর কেটে গেলেও নিয়োগ হয়নি। শুক্রবার বিকেলে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন অভিষেক। তাঁদের দাবিদাওয়ার কথা শোনার পর আশ্বাসও দেন। এর পরই অভিষেকের সঙ্গে দেখা করার দাবি তোলেন তাঁর দফতরের সামনে অবস্থানরত টেট-উত্তীর্ণরা। এক সময় জোর করে অভিষেকের সঙ্গে দেখা করার জন্য তাঁর কার্যালয়ে ঢুকতে গেলে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। অবস্থান বিক্ষোভের মাঝেই দু’জন অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়। রাতের মধ্যেই অভিষেকের সঙ্গে দেখা করার দাবিতে অনড় থাকেন তাঁরা।

শনিবার সকালেও অভিষেকের দফতরের সামনে ফুটপাতের উপর পোস্টার নিয়ে বসে রয়েছেন আন্দোলনকারীরা। অভিষেকের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এ ভাবেই বসে থাকবেন বলেও জানিয়েছেন তাঁরা। এক আন্দোলনকারী বলেন, ‘‘অভিষেকবাবুর সঙ্গে আমরা দেখা করেই এখান থেকে উঠব। আমরা টেট পাশ করেছি, ট্রেনিংপ্রাপ্ত। তবে আজ সাত বছর হল আমাদের চাকরি হয়নি।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ