জেলা 

Visva-Bharati University: বিশ্বভারতী থেকে ‘চুরি’ গেল পড়ুয়াদের মার্কশিট! চাঞ্চল্য শিক্ষা মহলে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিনিয়তই সংবাদ শিরোনামে রয়েছে। এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়বাদের মার্কসিট চুরি হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কে দায়ী করেছে পড়ুয়ারা।

সূত্রের খবর, বিশ্বভারতীর বিনয় ভবনের এমএ, এমএড, বিএড-এর মার্কশিট চুরি হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীদের মার্কশিট বিতরণ প্রক্রিয়া শুরুর মধ্যেই মার্কশিট উধাও হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চউল্লেখ্য, এর আগে বিশ্বভারতীতে এমন ঘটনা ঘটেছে। সঙ্গীত ভবনের প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, সংশ্লিষ্ট ভবনের তরফে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। যদিও এ পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বভারতীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কী ভাবে বার বার এই রকম ঘটনা ঘটে। এ নিয়ে কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ