কলকাতা 

“যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবেন,দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা সময় বলবে, মমতা ব্যানার্জির সিদ্ধান্ত ঠিক” : পার্থ চট্টোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: ইডির হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় কে জোকা ই এস আই হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি ষড়যন্ত্রের শিকার। স্বাস্থ্য পরীক্ষা শেষ করার পর হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, “যারা ষড়যন্ত্র করেছে জানতে পারবেন।” একই সঙ্গে মন্ত্রিসভা ও দল থেকে সরিয়ে দেওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক।

আজ শুক্রবার বেলা ১২টা নাগাদ শারীরিক পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে আলাদা আলাদা গাড়িতে পৌঁছান পার্থ ও তাঁর ঘনিষ্ঠ তথা এই মামলায় গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়। হাসপাতালে ঢোকার সময়েই পার্থ বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার।” মন্ত্রিত্ব-সহ তৃণমূলের (TMC) সমস্ত পদ খোয়ানোর পর এই প্রথম নীরবতা ভাঙেন পার্থ চট্টোপাধ্যায়। বেলা ২টো ১৫ নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ে সেই কথার রেশ ধরেই বলে দিলেন, “যারা ষড়যন্ত্র করেছে, জানতে পারবেন।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, আপনাকে নিয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা কি ঠিক? পার্থর জবাব, “দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা সময় বলবে।” এরপরই জানতে চাওয়া হয়, মন্ত্রিত্ব ও দলের অন্যান্য পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে, তা নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী? এর উত্তরে পার্থ বলেন, “মমতা ব্যানার্জির সিদ্ধান্ত ঠিক।”

এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Partha Chatterjee) দাবি, “গ্রেপ্তার হওয়ার সাতদিন পরে উনি বলছেন ষড়যন্ত্রের কথা। সেটা ওনার ব্যাপার। উনি নিজেকে ডিফেন্ড করতেই পারেন। তবে চক্রান্ত হয়ে থাকলে আইনের পথ তো খোলা। লড়াই তো চলছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের পর এ নিয়ে আমার কোনও বক্তব্য নেই।”

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ