স্বাস্থ্য বিষয়ক কর্মশালা হাতিশালা মাদ্রাসায়
বিশেষ প্রতিবেদন, নিউটাউন : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্তর্গত নিউটাউন লাগোয়া হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসায় স্বাস্থ্য বিষয়ক ‘অ্যাডোলিসেন্স রিসোর্স হাব’ এর গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুচনা পর্বে উপস্থিত ছিলেন পঃবঃ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি তথা আলিয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডঃ আবু তাহের কামরুদ্দিন, মাদ্রাসা বোর্ডের অন্যতম সদস্য ও উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা উক্ত মাদ্রাসার শিক্ষক একেএম ফারহাদ, পর্ষদের উপসচিব ডঃ আজিজার রহমান, দক্ষিণ ২৪ পরগনা জেলার ডোমা অফিসের এস আই দীপক ভঞ্জ,ভাঙ্গড় উঃ চক্রের এস আই মীরা গুপ্তা,সিনি (CINI) গ্ৰুপের ডিরেকটর,ব্লক হাসপাতালের ডাক্তাররা,বিডিওর প্রতিনিধি ফরিদুল ইসলাম, মাদ্রাসা পরিচালন সমিতির সম্পাদক জুলফিকার আলী মোল্লা, মাদ্রাসার শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক ইরফান আলী বিশ্বাস,ডাক্তার আরাফাত, নিলাদ্রী পোড়েল, অনুরাধা চন্দ্র, সহ শিক্ষক-শিক্ষিকারা।