কলকাতা 

বিধায়ক ইদ্রিস আলীর প্রস্তাব মেনে ভগবানগোলায় পলিটেকনিক কলেজ তৈরির উদ্যোগ কারিগরি দফতরের, পাট চাষীদের সমস্যার সমাধানের জন্য কেন্দ্রের কাছে দাবি জানালেন ইদ্রিস আলী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি :  মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী জানিয়েছেন ,ভগবানগোলাতে পলিটেকনিক কলেজ হবে। তিনি এই ব্যাপারে বিধানসভাতে জানিয়েছিলেন। বিধানসভা, বিধায়ক ইদ্রিস আলীর আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির এর কাছে পাঠিয়েছেন। গতকাল বিধানসভায় মন্ত্রী হুমায়ুন কবির এর সঙ্গে, বিধায়ক ইদ্রিস আলীর দীর্ঘক্ষন আলোচনা হয়। তিনিও আশ্বাস দেন ভগবানগোলায় পলিটেকনিক কলেজ হবে। বিধানসভা থেকে মুর্শিদাবাদ জেলার মাননীয় জেলাশাসককে এই ব্যাপারে জমি দেখার অনুরোধ করা হয়েছে।যার লিখিত কপি বিধায়ক ইদ্রিস আলিকে পাঠানো হয়েছে।

ভগবানগোলা সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় জলের অভাবে পাট শিল্পের ক্ষতি হচ্ছে।  কর্তৃপক্ষের কাছে আবেদন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

Advertisement

বিধায়ক ইদ্রিস আলী এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার কে দায়ী করেন। তিনি বলেন পদ্মা নদীতে জল আনার দায়িত্ব কেন্দ্র সরকারের, কারন ঐ এলাকাগুলো বাঙলাদেশের সীমান্ত তাই এলাকা গুলি কেন্দ্র সরকারের অধীনে থাকে কিন্তু চাষীরা সবাই ভারতের নাগরিক এবং পশ্চিমবঙ্গ বাসী। সীমান্ত এলাকার মানুষের ব্যাপারে কেন্দ্রীয় সরকার উদাসীন। সীমান্তরক্ষী বাহিনীর(বি এস এফ) অত্যাচারে ঐ এলাকার মানুষেরা আতঙ্কিত। জলকষ্ট এর ব্যাপারে এবং পাট চাষীদের দূর্দশার ব্যাপারে ভগবানগোলা এক নম্বর ব্লকের বিডিও পুলক কান্তি মজুমদার এর সঙ্গে বিধায়ক ইদ্রিস আলীর আজ দীর্ঘক্ষন কথা হয়। তিনিও বলেন জলের অভাবে পাট চাষীদের প্রচন্ড ক্ষতি হচ্ছে,আমার যা করনীয় আমি করছি। বিধায়ক ইদ্রিস আলী এ ব্যাপারে দুই নম্বর ব্লকের বিডিও জনাব মহ:ওয়ারশীদ খান এর সঙ্গে কথা বলেন। তিনিও পাট শিল্পের ক্ষতির কথা স্বীকার করে বলেন,আমার পক্ষে যা করনীয় করছি এবং করবো।আরও উল্লেখ থাকে কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে পদ্মা নদীতে এখন পর্যন্ত তেমন জল নেই। পাটের জাগ দেওয়া প্রচন্ড অসুবিধা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের গাফিলতিতে এই জলকষ্ট।

পদ্মা নদীর ভাঙন রোধের অবিলম্বে বাঁধ নির্মাণ এর দাবি জানিয়েছেন ,বিধায়ক ইদ্রিস আলী। বিধানসভাতে তিনি আরও বলেন,কে বা কোন কন্ট্রাক্টর কাজ করছে আমি জানি না, তাছাড়া বিডিও সাহেবরাও জানেন না। বর্তমানে কোন কাজ ই হচ্ছে না। সামনে বর্ষা তাই এলাকার মানুষেরা আতঙ্কিত।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ