দেশ 

President Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে গুজরাটের সাত কংগ্রেস বিধায়ক এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বলে অভিযোগ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের কয়েকজন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন আবার জানা যাচ্ছে গুজরাটে কংগ্রেসের সাত জন বিধায়ক এন ডি এ প্রার্থীকে ভোট দিয়েছেন। একথা গুজরাট কংগ্রেস নেতৃত্ব স্বীকার করে নিয়েছেন।

গুজরাট কংগ্রেসের প্রবীণ নেতা মণীশ দোশি বলেন, ‘‘এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি নির্বাচনে গুজরাত থেকে ক্রস ভোটিং হয়েছে। আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। তদন্ত করে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

ভারতের সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি দ্রৌপদীর নির্বাচনে গুজরাত থেকে পেয়েছেন ১২১টি ভোট, যা গুজরাতে বিজেপির বিধায়ক সংখ্যা ১১১টি থেকে ১০টি ভোট বেশি। মনে করা হচ্ছে, ওই ১০টি ভোটের মধ্যে সাতটি ভোটই দিয়েছেন কংগ্রেস বিধায়করা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ