জেলা 

উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার অপরাধে গ্রেফতার বাংলার রাজিবুল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : দ্বাদশ শ্রেণীর ছাত্র বসিরহাটে বাড়ি। আর এখানে বসেই সুদূর উত্তরাখণ্ডের প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে অভিযোগ।উত্তরাখণ্ডের প্রধান বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহানের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হ্যাক করার অপরাধে শেষ পর্যন্ত উত্তরাখণ্ডের পুলিশের জালে পুলিশের জালে বসিরহাটের ওই ছাত্র । ধৃতের নাম রাজিবুল মিস্ত্রি। সে উত্তর ২৪ পরগনার বসিরহাটের মাটিয়া থানা এলাকার বেগমপুর বিবিপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র।

অভিযোগ, আড়াই মাস আগে উত্তরাখণ্ডের (Uttarakhand) প্রধান বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে সে। উস্কানিমূলক হুমকি-সহ একাধিক মন্তব্য লিখে বিচারপতির ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়। এরপরই প্রধান বিচারপতি রাঘবেন্দ্র সিং চৌহান মাল্লিতাল থানায় অভিযোগ দায়ের করেন।

Advertisement

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে উত্তরাখণ্ড পুলিশ। অভিযুক্তের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানা যায় রাজিবুলের বাড়ি উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানা এলাকায়। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ড নিয়ে যায় পুলিশ। আগামী ২৩ জুলাই অভিযুক্তকে উত্তরাখণ্ড আদালতে তোলা হবে।

তবে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। কারণ যেভাবে একজন ছাত্র প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ হওয়ার কারণ রয়েছে। যাইহোক রাজিবুলকে গ্রেফতার করে উত্তরাখান্ডে নিয়ে যাওয়া হয়েছে। এর পিছনে কারা রয়েছে তাও খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গেছে।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ