দেশ 

National Herald: ন্যাশনাল হেরাল্ড মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ন্যাশনাল হেরাল্ড মামলায় ২০১৫ সালে মোদির জামানাতে ক্লিনচিট পাওয়ার পর আবার নতুন করে সোনিয়া আর রাহুলকে জেরা করছে ইডি। তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হলেও তবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কিংবা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর এখনো পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলপ নিয়ে আদালতের দ্বারস্থ হননি। উল্লেখ্য ২০১৫ সালে তৎকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টর ডাইরেক্টর জানিয়ে দিয়েছিলেন ন্যাশনাল হেরাল্ড মামলায় কোনভাবে সোনিয়ার রাহুলকে অভিযুক্ত করা যায় না।

এই রিপোর্টকে সামনে রেখে ইচ্ছা করলে অন্যান্য রাজনৈতিক দলের মতই হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারতেন সোনিয়া গান্ধী তা তারা করেননি। বরং রাহুল গান্ধীকে ৫৩ ঘণ্টা এই ইস্যুতে ইডি জেরা করলেও তিনি কোন মন্তব্য করেননি। অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টর এর তলব পাওয়ার সঙ্গে সঙ্গে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জানিয়ে দিয়েছিলেন তিনি যাবেন। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর মুখোমুখি হবেন। কিন্তু করোনা সংক্রমণ হওয়ার কারণে সেই সময় তার পক্ষে যাওয়া সম্ভব হয়নি পরবর্তীকালে তিনি গঙ্গার াম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

তবে সুস্থ হয়ে বাড়ি ফেরার কয়েক সপ্তাহ পরেই আবার এনফোর্সমেন্ট ডিরেক্টর এর তাকে তলব করে। আজ সেই তলবের প্রেক্ষিতে বেলা বারোটা নাগাদ কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে তিনি ইডির দিল্লি অফিসে পৌঁছান।

ইডি সূত্রের খবর, রাহুলের মতোই সোনিয়াকেও দীর্ঘক্ষণ জেরা করা হতে পারে। কংগ্রেস সভানেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ মহিলা আধিকারিকের একটি দল গঠন করেছে ইডি। শোনা যাচ্ছে, শেষ মুহূর্তে সোনিয়ার সঙ্গে আইনজীবী এবং একজন চিকিৎসককে ইডি দপ্তরে পাঠানোর দাবি জানিয়েছিল কংগ্রেস। যদিও ইডি দপ্তরে যাওয়ার সময় সোনিয়ার সঙ্গে কোনও চিকিৎসক ছিলেন না।

গত মাসে ন’দিনের ব্যবধানে পাঁচবার প্রায় ৫৩ ঘণ্টা ইডি আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন রাহুল গান্ধী। সেই সময় দলের নেতার সমর্থনে পথে নেমেছিলেন হাজার হাজার কংগ্রেস নেতা, কর্মী, সমর্থক। দিল্লির একটি বড় এলাকা জুড়ে জারি ছিল ১৪৪ ধারা। ঠিক একইভাবে সোনিয়ার হাজিরার দিনও পথে নেমেছে কংগ্রেস। এবারে প্রতিবাদ কর্মসূচি আরও বৃহৎ। দেশের বিভিন্ন প্রান্তে কংগ্রেস নেতাকর্মীরা ইডি দপ্তর ঘেরাও অভিযানে নেমে পড়েছেন।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ