দেশ 

Zubair: সাংবাদিক মহম্মদ জুবের বিরুদ্ধে উত্তরপ্রদেশের দায়ের মামলা নিয়ে এখনই পদক্ষেপ নয়,নির্দেশ সুপ্রিম কোর্টের, এর নেপথ্যে ‘দুষ্ট চক্রের’ হাত দেখছে শীর্ষ আদালত

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সাংবাদিক মহম্মদ জুবের আজ সোমবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন না। তবে তিনি সাময়িক স্বস্তি পেলেন। এদিন শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, পরবর্তী শুনানির আগে উত্তরপ্রদেশের পাঁচটি মামলা নিয়ে সে রাজ্যের পুলিশ জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। এদিন সুপ্রিম কোর্ট রীতিমত সাংবাদিক মহম্মদ জুবেরের প্রতি এই ধরনের আচরণের নেপথ্যে ‘দুষ্ট চক্রের’ হাত দেখেছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২০ জুলাই, বুধবার।

উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় জুবেরের বিরুদ্ধে ছ’টি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর প্রত্যাহারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেন অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা জুবের। পাশাপাশি, জামিনের আবেদনও করেন তিনি। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরবর্তী শুনানির আগে পর্যন্ত সাংবাদিক জুবেরের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না।

Advertisement

জুবেরের করা মামলার প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার আদালতে আর্জি জানায়, জুবেরকে নিয়ে নিম্ন আদালতের রায়ে সুপ্রিম কোর্ট যেন বাধা না দেয়।

এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘‘সমস্যা হল একটা দুষ্ট চক্র। তিনি একটি মামলায় অন্তর্বর্তী জামিন পেলেও অন্য মামলায় আবার তাঁকে গ্রেফতার করা হচ্ছে।’’

গত ২৭ জুন অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। অল্ট নিউজ মূলত বিভিন্ন খবরের সত্যতা যাচাইয়ের কাজ করে। অভিযোগ, ২০১৮ সালে জুবেরের পোস্ট করা একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। সীতাপুরের একটি মামলাতেও পরে তাঁকে গ্রেফতার করা হয়। সেই দু’টি মামলাতেই জামিন পেয়েছেন জুবের। কিন্তু পরে উত্তরপ্রদেশে দায়ের হওয়া এফআইআরগুলির কারণে তিনি আর জেল থেকে ছাড়া পাননি।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ