দেশ 

TMC : ‘বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক আসলে আলোচনার ভান, তাই তৃণমূল এই বৈঠকে নেই’ : ডেরেক

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে আগামী ১৬ জুলাই শনিবার স্পিকার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। সেই বৈঠক বয়কট করল তৃণমূল।

টুইটারে শনিবার ডেরেক লিখেছেন, ‘সংসদে কখনও কোনও জনকেন্দ্রিক বিষয়ে কেন্দ্র আলোচনার অনুমোদন দেয় না। সংসদীয় গণতন্ত্রকে উপহাস করে ওরা ভয়ে পালায়।’ এখানেই শেষ নয়। তৃণমূলের রাজ্যসভার সাংসদের কটাক্ষ, ‘বাদল অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক আসলে আলোচনার ভান। তাই তৃণমূল এই বৈঠকে নেই।’ টুইটারে ডেরেক লেখেন, ‘প্রথমে সরকার পক্ষ বলে, আমরা যে কোনও বিষয়ে আলোচনায় ইচ্ছুক। শেষ পর্যন্ত তারা বিরোধীদের উপেক্ষাই করে।’

Advertisement

আগামী ১৮ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত। সেই অধিবেশনের প্রাক্কালে ১৬ জুলাই, লোকসভার সাংসদদের একটি বৈঠকে ডাকেন লোকসভার স্পিকার। শনিবার বিকেল চারটে নাগাদ ওই বৈঠক রয়েছে। ১৭ জুলাই, রবিবার সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। বাদল অধিবেশনকে ফলপ্রসূ করতেই এই দু’দিনের এই বৈঠক ডাকা হয়েছে বলে দাবি কেন্দ্রের শাসকদলের। তবে সেই বৈঠকে থাকবে না তৃণমূল বলে জানা গেছে। ইতি মধ্যে তৃনমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পীকারকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন স্পীকারের ডাকা বৈঠকে তৃনমূল থাকবে না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ