কলকাতা 

KMC: কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডি নকল করে চাকরির নিয়োগ পত্র, গ্রেফতার দুই

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : হাই স্কুল ও প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে রাজ্যজুড়ে যখন আলোচনা চলছে ঠিক তখনই দমকলে কর্মী নিয়োগ নিয়েও প্রশ্ন উঠে গেছে এরপরেই দেখা গেল খোদ কলকাতা পুরসভার নিয়োগেও প্রতারণার অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে চাঞ্চল্য।

কলকাতা পুরসভায় যা হয়েছে তা এক কথায় অভিনব বলা যেতে পারে। এইরকম কায়দায় সাধারণ মানুষকে প্রতারণা করার অভিযোগ খুব কম আসে। কলকাতা পুরসভার চাকরির নিয়োগ পত্র ইমেইল মারফত পেয়েছিল বেশ কয়েকজন। তারপর সেই নিয়োগপত্র খতিয়ে দেখতে গিয়ে জানা যায় পুরোটাই জাল। কলকাতা পুরসভার সচিবের ইমেইল আইডির মত আরেকটি ইমেইল আইডি তৈরি করে সেখান থেকে এই নিয়োগপত্র পাঠানো হয়েছে।

Advertisement

এই ঘটনা সামনে আসার পরেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা তদন্তে নামে তারা এখনো পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে।শনিবার তাঁদের আদালতে হাজির করানো হয়েছে।

বিষয়টি পুরসভার নজরে আনেন ‘প্রতারিত’ এক যুবক। তিনি মেলের মাধ্যমে চাকরির ভুয়ো নিয়োগপত্র পেয়েছিলেন। এর পরেই সাইবার ক্রাইম শাখায় এ বিষয়ে অভিযোগ করেন পুরসভার সচিব হরিহরপ্রসাদ মণ্ডল। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু হয়। জানা গিয়েছে, পুরসভার সচিবের ইমেল আইডির মতো একটি ভুয়ো আইডি তৈরি করা হয়। ভুয়ো কিছু নথিও তৈরি করা হয়। সেই ভুয়ো আইডি থেকে চাকরির ইমেল পাঠানো হয় বলে অভিযোগ।

তদন্তে নেমে নদিয়ার রানাঘাটের ধানতলা এবং তাহেরপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অভিজিৎ সাধু (২৭) এবং রকি মৃধা (৩০) নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ