জেলা 

আবার সোনারপুরে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত এক, আহত ১৪

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আবার বিস্ফোরণ । এবার কলকাতার খুব কাছেই সোনারপুরের বাজি কারখানায় বিস্ফোরণ হয় । এই ঘটনায় মৃত্যু হল একজনের। আহত হয়েছেন ১৪ জন। দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার গোবিন্দপুরের এক বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে রবিবার দুপুরে ।

বিস্ফোরণে কারখানার টিনের ছাদ উড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েকটি বাড়ি। ভেঙে গেছে কয়েকটি বাড়ির জানালার কাচ। ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের প্রথমে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাতজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পার্কসার্কাসের চিত্তরঞ্জন মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ।

Advertisement

স্থানীয় মানুষদের অভিযোগ ওই কারখানায় বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। মজুত ছিল বাজি তৈরির সরঞ্জামও। এই কারখানায় আগেও দু-তিনবার বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক। মালিকের বাবা তরুণ ব্যানার্জিকে আটক করা হয়েছে।এরপরই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। তাদের ঘিরে বিক্ষোভও দেখানো হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ

Leave a Comment

twelve − 3 =