কবিতা : আমাদের স্বপ্ন/ আরেফা গোলদার
আমাদের স্বপ্ন
আরেফা গোলদার
আমরা যারা লড়াই করে জিততে চাই রাজার মতো
স্বপ্ন দেখি রাঙিয়ে দেবো মলিনতা আছে যতো।
আসুক তবে ঝড় ঝাপটা, না থাক পাশে কেউ
বর্ণমালার শব্দ সেঁচে থাক কবিতার ঢেউ।
বিপদসীমা পার করেও ভাসতে পারি একাই জলে
সস্তা আমি দামী হই , হঠাৎ কোথাও স্তব্ধ হলে।
অভিজ্ঞতা মূলধন। বকেয়া ঋণে ভালোবাসা
লোকসানে আমি আজীবন মেলেনা হিসেব সুদকষা।
ঝড়ের রাতে তবুও যেমন, উত্তমাশা অন্তরীপ
আমার আমি তেমনটাই চিরস্থায়ী আশার দ্বীপ।
ডারউইন তো বলে গেছেন টিকে থাকাই বিবর্তন
চলো গড়ি ব্যারিকেড,আমরা হই নিদর্শন।
✍️আরেফা গোলদার