দেশ 

Nupur Sharma: নূপুর শর্মার মন্তব্যের জন্য নুপুরকে তিরস্কার করে সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে! ভয়ঙ্কর ইঙ্গিত, বললেন বিচারপতি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিজেপির বহিষ্কৃত মুখপাত্র হযরত মুহাম্মদ সা সম্পর্কে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। তার পরই বিচারপতিদের পর্যবেক্ষণ নিয়ে নিয়ে তাঁদের ব্যক্তিগত আক্রমণ শুরু হয়। নূপুরকে ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, তার অন্যতম সদস্য বিচারপতি জেবি পারদিওয়ালা এ বার এ ব্যাপারে মুখ খুললেন। একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘রায়ের কারণে বিচারপতিদের উপর ব্যক্তিগত আক্রমণের ঘটনা ভয়ঙ্কর পরিণামের ইঙ্গিতবাহী।’’

নূপুরের আবেদনের শুনানিতে বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি সূর্যকান্ত বেশ কিছু কঠোর বাক্য ব্যবহার করেছিলেন। তার পরই নেটমাধ্যমে তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু হয়।

Advertisement

রবিবার একটি অনুষ্ঠানে গিয়ে এই প্রসঙ্গে বিচারপতি বলেন, ‘‘রায়ের কারণে বিচারপতিদের উপর ব্যক্তিগত আক্রমণের ঘটনা ভয়ঙ্কর পরিণামের ইঙ্গিতবাহী। যেখানে আইন এ বিষয়ে কী ভাবছে তা না ভেবে সংবাদমাধ্যম কী ভাবছে, তা নিয়ে বিচারপতিদের ভাবতে হবে। যা আইনের শাসনের পরিপন্থী। সামাজিক ও ডিজিটাল মাধ্যম বিচারপতিদের রায়ের গঠনমূলক সমালোচনার বদলে ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে আলোচনার জায়গা হয়ে উঠেছে।’’

তিনি জানান, আইনের শাসন বজায় রাখার জন্য সারা দেশে ডিজিটাল ও সামাজিক মাধ্যমকে বাধ্যতামূলক ভাবে নিয়ন্ত্রিত করার প্রয়োজন হয়ে উঠেছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ