দেশ 

উত্তরপ্রদেশে দলিত সম্প্রদায়ের কনস্টেবলকে পিটিয়ে খুন, সহকর্মী দলিত হওয়ার কারণেই খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের রাজ্যে দলিত হওয়ার অপরাধে সহকর্মীর হাতেই খুন হলেন উত্তরপ্রদেশের এক কনস্টেবল। যা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়েছে। সামান্য বচসাকে কেন্দ্র করে সহকর্মী দলিত হওয়ার কারণে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে জানা গেছে। এরপর অবশ্য শেষ চেষ্টা হিসাবে খুনকে আত্মহত্যা বলে প্রচার করা হয় এবং তা বিশ্বাসযোগ্য করে তোলার লক্ষ্যে দড়ি দিয়ে দেহটিকে সিলিংয়ে টাঙিয়ে দেয়া হয়। অবশ্য শেষ রক্ষা হয়নি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।মথুরার আশিসকুমার (২৫) উত্তরপ্রদেশ পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু তদন্ত শুরু হতেই ভুল ভাঙে পুলিশের। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। সহকর্মীকে খুনের অভিযোগে শনিবার রাতে কনস্টেবল রোহিত ধানগড়কে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে ধৃতকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত রোহিত এবং মৃত আশিস মিরাটের নউঝাল থানায় কর্মরত ছিলেন। একই ঘরে থাকতেন দুজনে। অভিযোগ, দু’জনের মধ্যে সামান্য অশান্তির পরই আশিসকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে রোহিত। পরে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে তাঁকে। খুনকে আত্মহত্যা হিসেবে দেখাতে সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয় আশিসকে। কিন্তু শেষরক্ষা হল না। শেষপর্যন্ত গ্রেপ্তার হতে হল অভিযুক্ত পুলিশ কর্মীকে।

আশিসকুমারের পরিবারের অভিযোগ, রোহিত কোনওদিনই আশিসকে সহ্য করতে পারতেন না। কারণ সে দলিত সম্প্রদায়ভুক্ত। জাতপাত তুলে গালিগালাজ করত। সেই আক্রোশেই খুন করা হয়েছে আমাদের ছেলেকে। মৃতের বাবা রবীন্দ্রকুমারের অভিযোগ, ছেলে ওর ভাই রজনিশকে জানিয়েছিল, রুম পার্টনার মাঝেমধ্যে জাতপাত তুলে গালিগালাজ করত। এমনকী, প্রাণে মারার হুমকিও দিয়েছিল। এবার ওকে মেরেই ফেলল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ