জেলা 

ভগবানগোলা ন্যাশনাল ক্লাবের উদ্যোগে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিধায়ক ইদ্রিস আলী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : আজ ৩রা জুলাই রবিবার, মুর্শিদাবাদ জেলার  ভগবানগোলা হাইস্কুলের ময়দানে ভগবানগোলা ন্যাশানল ক্লাবের উদ্যোগে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলা বল মেরে এবং ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী। স্বর্গীয় নুর নেহার বিবি রানার্স কাপ স্মৃতি সংঘ টুর্নামেন্টের প্রথম খেলাটি হয় এন এক্স ইনটারপ্রাইজ বনাম বি টি এলেভেন এর মধ্যে।

Advertisement

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী, বর্ষীয়ান খোলয়াড় নিখিল রঞ্জন কবিরাজ, ভগবানগোলা থানার ওসি দীপক হালদার, সাবিরুল ইসলাম, আহসানুল রহমান ওরফে বাপন,ক্লাব কর্মকর্তা সুরজিৎ দাস,সাইরুদ্দিন, সুনীল বাহালিয়া, রবিউল ইসলাম প্রমুখ।

বিধায়ক ইদ্রিস আলী বলেন,১৯৮১সালে স্হাপিত এই ক্লাব। বহু পুরানো এই ক্লাব নামকরা খেলোয়াড়ের জন্ম এই ক্লাব থেকে হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা রাজ্যের উন্নয়নের প্রতীক হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি ক্লাবের উন্নয়ন করার চেষ্টা করব।

ভগবানগোলার মানুষ খুব সহজ সরল মানুষ এবং খুব খেলা প্রিয় মানুষ,এত রৌদ্র ও গরমকে উপেক্ষা করে খেলা দেখার জন্য প্রচুর দর্শকেরা জমায়েত হয়ে ছিলো।

আগামী ঈদ-উল-আযহা(কোরবানি)। সকলে শান্তিতে ঈদ উল আযহা পালন করুন। পশ্চিমবঙ্গ সম্প্রীতির মাটি, এখানে আমরা সকলে একসঙ্গে বাস করব,সেটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য আর এই ঐতিহ্যকে বজায় রাখতে আমরা সকলে চেষ্টা করবো।তাই ধর্ম যার যার উৎসব কিন্তু সকলের।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ