দেশ 

Maharashtra Crisis : জল্পনার অবসান, আস্থা ভোটের মুখোমুখি হবেন না উদ্ধব ঠাকরে, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার আস্থা ভোট নেওয়ার নির্দেশ দেওয়ার পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন উদ্ধব ঠাকরে। আড়াই বছরের শাসনে উদ্ধব থাকবে কট্টর হিন্দুত্ববাদী দলের প্রতিনিধি হওয়া সত্বেও ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষ আদর্শকে  কার্যকরী করার চেষ্টা করে গেছেন। তাঁর তার এই বিদায়ের সঙ্গে সঙ্গে একটা যুগের সমাপ্তি ঘটলো বলে মনে করা হচ্ছে। কট্টর হিন্দুত্ববাদী দলের প্রতিনিধি হয়েও তিনি বিগত আড়াই বছর ধরে যেভাবে ধর্ম নিরপেক্ষ নীতি কে বলবৎ করার চেষ্টা করেছেন এবং রাজ ধর্ম পালন করার চেষ্টা করেছেন তা যথেষ্ট প্রশংসনীয়।

শুধু তাই নয় মহারাষ্ট্রে বিভিন্নভাবে সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা করা হয়েছিল গত আড়াই বছরে উদ্ধব ঠাকরে সরকার তা কঠোর হাতে দমন করেছে কোন প্ররোচনায় পা দেয়নি। উদ্ভব ঠাকরে সরকারকে যেভাবে পতন ঘটানো হলো তার নেপথ্যে কেন্দ্রীয় সরকারের ভূমিকা কে অস্বীকার করা যাবে না।।

Advertisement

এদিন সুপ্রিম কোর্ট রায় দেয় যে বৃহস্পতিবারই বিধানসভায় আস্থাভোটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ‘মহা বিকাশ আগাড়ি’ সরকারকে। সকাল ১১টার সময় বিধানসভায় আস্থাভোট প্রক্রিয়া শুরু হবে। আস্থাভোট শেষ করতে হবে বিকেল ৫টার মধ্যে বলে নির্দেশ দেয় আদালত। ফলে স্বভাবিকভাবেই আরও চাপের মুখে পড়ে যান উদ্ধব ঠাকরে।

 

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ