দেশ 

Maharashtra Crisis: মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে চলে গেলেন উদ্ধব ঠাকরে, উদ্ধবের বদলে একনাথ কি মুখ্যমন্ত্রী? সরকার বাঁচাতে তৎপর শারদ পাওয়ার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আজ সরকারি বাসভবন বর্ষা ছেড়ে পৈত্রিক বাড়ি মাতশ্রীতে চলে গেছেন। যদিও সরকারি বাসভবন ত্যাগ করার আগেই তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ১০ মিনিটের ভাষণ দিয়েছেন। যে ভাষণ সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হয়। সেখানে উদ্ধব ঠাকরে দাবি করেন, শিবসেনার কোন সৈনিক যদি সরাসরি এসে তাকে বলেন মুখ্যমন্ত্রী হিসাবে তাকে মেনে নেবে না তাহলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। একইসঙ্গে শিবসেনার বিধায়কদের উদ্দেশ্যে তিনি বলেন সুরাট কিংবা গুয়াহাটিতে গিয়ে লাভ নেই বরং শিবসেনার যে কোন বিধায়ক তার সামনে দাঁড়িয়ে অনাস্থা প্রকাশ করলেই তিনি পদত্যাগ করবেন। এই ভাষণের অব্যাহতির পর এই তিনি সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন। উদ্ধবের সরকারি বাসভবন ছেড়ে দেওয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি উৎসব সরকারের পতন অনিবার্য হয়ে গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে সরকার বাঁচাতে তৎপর হয়েছেন মহারাষ্ট্রের বিশিষ্ট রাজনৈতিক নেতা শারদ পাওয়ার। তিনি শিন্ডেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার জন্য উদ্ধব ঠাকরেকে অনুরোধ করেছেন। অন্যদিকে উদ্ধব ঠাকরে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে শিবসেনার নেতৃত্ব দাবি করে ডেপুটি স্পিকারকে সরাসরি চিঠি লিখল শিবসেনা পরিষদীয় দল। সেখানে নতুন পরিষদে দলের নেতা ঘোষণা করা হয়েছে নতুন করে  ও চিফ হুইপের নাম ঘোষণা করা হয়েছে। এরা সকলেই শিন্ডে শিবিরের লোক বলে জানা গেছে।অসমের গুয়াহাটিতে বিজেপির ‘হেফাজতে’ থাকা শিন্ডে-সহ ৩৪ জন ‘বিদ্রোহী’ বিধায়ক বুধবার নিজেদের ‘প্রকৃত শিবসেনা পরিষদীয় দল’ দাবি করে চিঠি দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারি এবং ডেপুটি স্পিকার নিহারী সীতারাম জিরওয়ালকে।

Advertisement

আজ বিকেলে একনাথ শিন্ডে একটি বিবৃতিতে বলেছেন, ‘দল আর দলের কর্মীদের বাঁচাতে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে অস্বাভাবিক জোট ছেড়ে বেরোনো শিবসেনার জন্য অপরিহার্য ছিল।’

মহারাষ্ট্র ছেড়ে গুজরাতের সুরতে বিজেপির ‘আশ্রয়ে’ যাওয়ার পর মঙ্গলবার শিন্ডেকে সরিয়ে অজয় চৌধুরীকে বিধানসভা নয়া দলনেতা মনোনীত করে শিবসেনা। বিধানসভায় দলে চিফ হুইপ সুনীল প্রভু সে কথা চিঠি লিখে জানান ডেপুটি স্পিকারকে। বুধবার সুনীলকে সরিয়ে বিধানসভায় শিবসেনার নতুন চিফ হুইপ হিসেবে ভারত গোগাভালেকে স্বীকৃতি দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের কাছে আবেদন জানিয়েছে শিন্ডে শিবির। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী উদ্ধব বিধান পরিষদের সদস্য হওয়ায় এত দিন পর্যন্ত বিধানসভায় শিবসেনার দলনেতার দায়িত্ব পালন করছিলেন শিন্ডে।

মুখ্যমন্ত্রী উদ্ধব বুধবার রাতে তাঁর সরকারি বাসভবন ‘বর্ষা’ ছেড়ে পৈত্রিক ভিটে মাতোশ্রীতে চলে গিয়েছেন। তবে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ‘‘উদ্ধবই মুখ্যমন্ত্রী পদে বহাল থাকবেন। তিনি ইস্তফা দেবেন না। প্রয়োজনে বিধানসভায় শক্তিপরীক্ষার মুখোমুখি হবেন।’’ যদিও এনসিপি নেতা শরদ পওয়ার ইতিমধ্যেই শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার জন্য উদ্ধবকে ‘পরামর্শ’ দিয়েছেন বলে শাসক জোট ‘মহা বিকাশ অগাড়ি’ (শিবসেনার পাশাপাশি এনসিপি এবং কংগ্রেস যে জোটের শরিক)-র একটি সূত্র জানিয়েছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ