Maharashtra: শিবসেনার বিদ্রোহী নেতা সহ বিধায়কদের অসমে নিয়ে যাওয়া হল, আলোচনার পথ বন্ধ, উদ্ধব ঠাকরে সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা ?
বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে অসমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। আজ গভীর রাতে সুরাট থেকে একনাথ শিন্ডে সহ তাঁর ঘনিষ্ঠ বিধায়কদের অসমের রাজধানী গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এখন বিদ্রোহী শিবির থেকে দাবি করা হচ্ছে তাদের সঙ্গে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এমনকি শিবসেনার এক-তৃতীয়াংশ বিধায়ক তাদের সঙ্গে আছে বলেও দাবি করেছেন বিদ্রোহী নেতা একনাথ।
যদিও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এখনো দাবি করে চলেছেন তাঁর সরকার নিরাপদে আছে। তবে অসমে চলে যাওয়ার পরে আলোচনা যে ভেস্তে গেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন দেখার উদ্ধব ঠাকরে তার সরকার রক্ষা করতে পারেন কিনা। যদিও একনাথ শিন্ডে পোড়-খাওয়া রাজনীতিবিদ। তিনি ছিলেন বালাসাহেব ঠাকরে খুব কাছের মানুষ। একসময় অটো চালাতে শিবসেনার দৌলতে তিনি বিধায়ক হয়েছেন।
উদ্ধব ঠাকরে পরিবার অত্যন্ত বিশ্বাস করতেন একনাথ শিন্ডেকে সে জন্যই গুরুত্বপূর্ণ পদে তাকে রাখা হয়েছিল বিধানসভার দলনেতা তাকে করা হয়েছিল। বিজেপি ঠিক সঠিক জায়গাটি ঘা দিতে পেরেছেন বলে রাজনৈতিক মহল মনে করছে এই পরিস্থিতি থেকে উদ্ধব ঠাকরে ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে মহারাষ্ট্রের সাধারণ নাগরিকরা।
আসলে শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে হিন্দুত্বের যে নয়া স্লোগান নিয়ে মহারাষ্ট্রে রাজনীতি করছেন তাতে বেশ খানিকটা বেকায়দায় পড়েছে তথাকথিত বিজেপি দল। সেই কারণেই মোদি অমিত শাহ চেষ্টা করছেন উদ্ধব ঠাকরেকে ক্ষমতাচ্যুত করে মহারাষ্ট্রের বিজেপি শাসন প্রতিষ্ঠা করতে। যদিও সেই চেষ্টাই তারা প্রায় 90% সফলতা লাভ করেছে বলে জানা গেছে।
আজ বুধবার দুপুরে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন উদ্ধব ঠাকরে তার পরেই জানা যাবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে এ কথা ঠিক শিবসেনার সঙ্গে বিজেপির সম্মুখসমরে গিয়ে খুব একটা ভাল কাজ করেনি। যদিও বিজেপির এতে সাময়িক লাভ হবে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত বিজেপিকে বড় খেসারত দিতে হতে পারে মহারাষ্ট্রে এ নিয়ে কোন সন্দেহ নেই।