বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : এক নির্মল ভোর….// আরেফা গোলদার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

এক নির্মল ভোর….

*******************

✍️আরেফা গোলদার

__________________

Advertisement

জানলার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একফালি সুজাতা আকাশ।একটা ক্ষীণ আলো ছড়িয়ে পড়েছে পুব আকাশে একটু একটু করে।সময়টা এখন সুবহে সাদিক।( শেষ রাতে আকাশের পূর্ব দিগন্তে লম্বা আকৃতির যে আলোর রেখা দেখা যায় তাকেই বলে সুবহে সাদিক।সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত ফযরের নামাজের সময়।)। আধো অন্ধকারে রাস্তা টপকে পাঁচিল ,পুকুর আর সারি সারি বাড়িগুলো মনে হচ্ছে ঠিক যেন জামদানি শাড়ির আঁচলের মতো সাজানো।

এ সময়টায় কর্মব্যস্ততা নেই।একান্ত নিজের…….

ঘড়ির কাঁটার টিক টিক শব্দ ভেদ করে ফেলে আসা দিনগুলোর স্থায়ী মুহূর্তেরা অলিন্দ নিলয়ে ঢেউ এর মতো আছড়ে পড়ে ফিরে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে আর প্রজেক্টের মতো সাজানো আগামীর পরিকল্পনাগুলি সেলাই করে করে স্বপ্ন বুনে চলেছে পিটুইটারি গ্রন্থি….

জীবন পাটিগণিতের হিসেব মেলানো বড়ো দুরুহ।সীমান্তের কাঁটাতার পেরোনোর মতো অনিশ্চিত। সিঁড়ি ভাঙা অঙ্কের ছকে সূত্র ধরে সংসারের ধাপ পেরোতে গিয়ে রাশি রাশি ঘৃনা আর ভালোবাসার মহাসাগরে হাবুডুবু খেতে থাকি।

মন্থনে উঠে আসা অমৃতের মত ‘প্রিয় ‘ শব্দটাও বড়ো দুর্লভ…..অভিজ্ঞতা জানান দেয় ,একজীবনে সবার কাছে প্রিয় হওয়া যায় না……

ঊর্ধ্বাকাশে হাত তুলে মোনাজাতে খুঁজি জীবন ক্ব’সিদার সমাধান।

কলম্বাসের মতো অপেক্ষা করি সঠিক দিশা….

এক নির্মল ভোর….


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ