কলকাতা 

Splash এর সচেতনতা শিবির মনু মেমোরিয়ালে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Splash একটি আন্তর্জাতিক NGO । যে NGO- র মাধ্যমে কলকাতা শহরের মধ্যে সরকারি স্কুল ও মাদ্রাসাগুলিতে পরিশোধিত পানীয় জল ও প্রয়োজন মতো টয়লেটের ব্যবস্থা করে থাকে। লকডাউনের কারনে ঠিক মতো কোনো যোগাযোগ হয়ে ওঠেনি তাই প্রায় দীর্ঘ আড়াই বছর পর মনু মেমোরিয়াল ইনস্টিটিউশন হাই মাদ্রাসার ও বাংলা প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে সংস্থার কর্মী টুম্পা ঘোষ, অর্পিতা ব্যানার্জি, সুপর্ণা, সোমনাথ ও প্রাক্তন কর্মী সৌরভ চ্যাটার্জিদের উদ্যোগে এক সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হয় ।

উক্ত সভায় মাদ্রাসার প্রাক্তন ইনচার্জ মওলানা মহ আব্দুল ওহাব এই উদ্যোগ কে স্বাগত জানান এবং বলেন যে SPLASH NGO এর মাধ্যমে আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা করে পরিকাঠামোর উন্নতি সাধন করে ছাত্র ছাত্রীদের কে সুব্যবস্থা করে দেয় । সেই সঙ্গে SPLASH কর্তৃপক্ষকে বিদ্যালয়ের পক্ষ হতে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন । অর্পিতা ব্যানার্জি সকল শিক্ষক শিক্ষিকাদের ভুয়সী প্রশংসা করেন ।

আগামীদিনে এই পরিকাঠামো অটুট থাকে যেনো সেদিকে লক্ষ্য রাখতে বলেন । উপস্থিতিদের মধ্যে ছিলেন প্রধান শিক্ষক আরাফাত আলী মিদ্দে , ইনচার্জ কামরুন নাহার , আব্দুল হামিদ , আশফাক আলী, ইসমত আরা ,মোঃ ইব্রাহিম ,নাইয়ার ইকবাল প্রমুখ


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ