জেলা 

Howrah : রবিবার হাওড়ার কোথাও অশান্তির ঘটনা ঘটেনি, আজ সোমবার থেকে চালু হচ্ছে ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি প্রশাসনের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : আজ সোমবার সকাল থেকে ইন্টারনেট সংযোগ চালু হতে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, রবিবার হাওড়া জেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার হাওড়া (সিটি)-র পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েছেন প্রবীণ ত্রিপাঠী।

Advertisement

তিনি বলেন, ‘‘হাওড়ার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। রবিবার জেলার কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।’’ একই দাবি করেছেন হাওড়া (গ্রামীণ)-এর পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। শনিবারই তাঁদের এই পদে বদলির নির্দেশ দিয়েছিল নবান্ন। রবিবার তাঁরা দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সুপার বলেন, ‘‘হাওড়ার পরিস্থিতি স্বাভাবিক। সেনসিটিভ জায়গায় রুট মার্চ হচ্ছে। পুলিশ পিকেটও রয়েছে। বিভিন্ন থানার ওসি এবং আইসি-রা দায়িত্বে রয়েছেন। মানুষের মনোবল বাড়াতে রুট মার্চ করা হচ্ছে।’’

প্রসঙ্গত, বিজেপির অধুনা নিলম্বিত (সাসপেন্ড) জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় হাওড়ার কয়েকটি এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। হাওড়ার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারায় শনিবার হাওড়ার পুলিশ কমিশনার এবং পুলিশ সুপার (গ্রামীণ)- কে সরিয়ে দেয় নবান্ন। হাওড়ার পুলিশ কমিশনার সি সুধাকরের পদে আনা হয় প্রবীণ ত্রিপাঠীকে। সুধাকরকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে পাঠানো হল। অন্য দিকে, হাওড়ার পুলিশ সুপার (গ্রামীণ) সৌম্য রায়কে কলকাতা পুলিশের ডিজি পদে বদলির নির্দেশ দেওয়া হয়। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয় স্বাতী ভাঙ্গালিয়াকে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ