বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : জন্মভূমি / আরেফা গোলদার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

জন্মভূমি

আরেফা গোলদার___________

বিপন্ন ভারত

বিষণ্ণ ভারত

Advertisement

বিধ্বস্ত জন্মভূমি

স্বৈরতন্ত্রী রাজভয়

কাঁটাতার সীমানায়

পর্যুদস্ত তুমি আমি!

তুমিতো চাইছো

প্রাণপণ বাঁচতে

আমিও চাইছি তাই!

একজোট হয়ে

চলো না তবে

থামাই এ লড়াই।

তোমার মায়ের

হাসিমুখ দেখে

হাসবে আমারও আম্মি,

স্নিগ্ধ আলোয়

ভিজবে আবার

সোনার মাতৃভূমি।

বাঁধনটুকু অটুট থাক

আর যা কালো

ফেলে দিই ছুঁড়ে,

শঙ্খ ধ্বনি

মিশুক আবার

ভোরের আজান সুরে।

সম্প্রীতি তে

থাকবো বাঁধা

চির পরস্পরে।

 

✍️আরেফা


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ