অন্যান্য বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

World Environment Day : পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ কবিতা : প্রকৃতি / আরেফা গোলদার

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

আজ ৫ জুন পরিবেশ দিবস। সমগ্র বিশ্ব জুড়ে চলছে পরিবেশ দূষণ। এই প্রেক্ষাপটে পরিবেশ দিবসে কলম ধরেছেন। কবি আরেফা গোলদার।

প্রকৃতি

____আরেফা গোলদার

পুড়ছে আমাজন ডুবেছে সোঁদরবন

সয়েছে ঝড় তুফান।

রোষের শোধ নেবে সে আজ

হও তবে সাবধান।

বুক জুড়ে তার যত বাদাবন

বাঁচিয়ে রাখতো শহর

লড়াই করতে উজাড় হয়েছে

জঠরে ক্ষতের বহর।

পশু পাখি মানুষ মাছ

সবাই দেখো বিষণ্ণ

প্রকৃতি থাকলে টিকবে তবে

নইলে সব বিপন্ন।

এবার তবে চলো সবে

নতুন করে ভাবি

ছোট ছোট চারা বসাই

পাল্টাই এ ছবি।

“একটি চারা এক পৃথিবী”

স্লোগান উঠুক আজ

সৃষ্টি সুখে থাকুক মেতে

প্রকৃতির এ সাজ।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ