জেলা 

‘‌আমি কাটমানি–সিন্ডিকেট থেকে সরে এসেছি’‌ দাবি তৃণমূল বিধায়ক নির্মল মাজির, বিতর্ক রাজ্যজুড়ে

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে শাসকদল ও সরকারের অস্বস্তি বাড়ালেন চিকিৎসক ও উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। তিনি শনিবার হাওড়ায় লাইব্রেরির এক  অনুষ্ঠানে যোগ দিয়ে সিন্ডিকেট থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেছেন। আর কিছু চিকিৎসক টাকার পিছনে ছুটছেন বলে মন্তব্য করেছেন।

 শনিবার উলুবেড়িয়ার বিধায়ক নির্মল মাজি একটি অনুষ্ঠানে  নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতা–সততা–দায়বদ্ধতার নিরিখে কাটমানি–কমিশন–সিন্ডিকেট থেকে সরে আসা চিকিৎসক বলে দাবি করেন। একইসঙ্গে চিকিৎসকদের টাকার পিছনে না ছুটে আরও ভালো পরিষেবা দেওয়ার পরামর্শ দেন। আর চিকিৎসক–বিধায়কের এই মন্তব্যকে অপমানজনক বলেছেন আইএমএ সহ– সভাপতির।
এমনকী ওঁর সম্পত্তি কীভাবে হল তা নিয়েও প্রশ্ন তুলল ডক্টরস ফোরাম।হাওড়ার লাইব্রেরির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে নির্মল মাজি বলেন, ‘আমি নেতা–মন্ত্রী–বিধায়ক–সাংসদ নই। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বচ্ছতা–সততা–দায়বদ্ধতার নিরিখে কাটমানি–কমিশন–সিন্ডিকেট থেকে সরে এসেছি। দীর্ঘ ৪০ বছরের বিনা পয়সার ডাক্তার আমি। আমার পরিবারে ২২ জন ডাক্তার আছে। তাঁরা পরীক্ষা দিয়ে পাশ করেই ডাক্তার হয়েছেন।’‌
নির্মল মাজির এই মন্তব্য নিয়েই এখন রাজ্য–রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। আগে একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল এই চিকিৎসক–বিধায়কের।

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ