জেলা 

Bratya Basu ranks in Madhyamik 2022 merit list: সহপাঠী বন্ধু বান্ধবী ও আত্মীয়-স্বজনরাও শিক্ষামন্ত্রী বলে ডাকতো, বাঁকুড়ার সেই ব্রাত্য বসুই মাধ্যমিকে অষ্টম!

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : শিক্ষামন্ত্রীর সঙ্গে নামের হুবহু মিল তাই ক্লাসের বন্ধুরা তাকে শিক্ষা মন্ত্রী বলে ডাকত। সহপাঠীদের কাছে সেই শিক্ষা মন্ত্রী আজ রাজ্যের প্রতিটি মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছে। হ্যাঁ আমরা বাঁকুড়ার ব্রাত্য বসুর কথা বলছি তিনি 686 নম্বর পেয়ে এবছর মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে। তার নাম ব্রাত্য বসু ছাত্র বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের।

সাংবাদিকদের কাছে মাধ্যমিকে অষ্টম স্থান দখল করা ব্রাত্য বলেন, ‘ভালো ফল হবে আশা করেছিলাম, কিন্তু মেধা তালিকায় জায়গা পাবো ভাবিনি৷ আমার বায়োলজি, ফিজিক্সের মতো বিজ্ঞানের বিষয়গুলিই বেশি ভাল লাগে।’ তবে এই মেধাবী ব্রাত্য বসু ভবিষ্যতে জীবনে চিকিৎসককে সেবা করতে চান। তিনি রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীর মত অধ্যাপক কিংবা নাট্যচর্চা করতে কতটা আগ্রহী নয়। নামের সঙ্গে মিল হলেও কিন্তু অন্যান্য ক্ষেত্রে শিক্ষামন্ত্রী ব্রাত্য সঙ্গে অনেকটাই তফাৎ মেধাবী ব্রাত্যের

Advertisement

ব্রাত্যর বাবা চণ্ডীদাস বসু প্রাক্তন সেনাকর্মী।তিনি জানালেন, ছেলে বরাবরই স্কুল জীবনে সব পরীক্ষায় এক থেকে তিনের মধ্যে থেকেছে। ছেলের নামের সঙ্গে শিক্ষামন্ত্রীর নামের মিল শুনে হেসে ফেলেন গর্বিত বাবাও। কিন্তু ছেলের নামকরণের পিছনের কাহিনি কী? চণ্ডীদাস বাবু জানালেন, ‘আমার ভাই পেশায় চিকিৎসক।ওই ছেলের নামকরণ করেছিল।তখন কি আর জানতাম রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে ওর নাম মিলে যাবে!’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ