মাধ্যমিকে নজরকাড়া ফলাফল হাওড়ার মওলানা আব্দুল আহাদ একাডেমির
বিশেষ প্রতিনিধি : মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে মাওলানা আহাদ একাডেমী।

একাডেমির প্রতিষ্ঠাতা সম্পাদক প্রাবন্ধিক ও লেখক এস এম শামসুদ্দিন বলেন, মাধ্যমিকে এবারে আমাদের একাডেমি থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ।
Advertisement


সকলেই আশানুরূপ ফলাফল করেছে।

বিগত বছর লক ডাউনের জন্য একবছরের বেশি সময় রাজ্যের সমস্ত স্কুল একাডেমি বন্ধ ছিল এর মধ্যেই তাঁদের যতটা সম্ভব গাইড দেওয়া হয়েছে।

আমাদের গ্রাম বাংলার পাশ্ববর্তী গ্রাম থেকে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ মানের ছাত্র ছাত্রীদের নিয়ে আমাদের এই একাডেমি সূচনা করা হয়।

সকাল দশটা থেকে ইসলামিক ও আল কুরআন ও হাদিস পাঠের ক্লাস তারপর জেনারেল ক্লাস ,জামাতে জোহর ও আসর নামাজ
,খেলা এন সি সি অঙ্কন কম্পিউটার শিক্ষার মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। আমরা একশ শতাংশ সফল হয়েছি।সকল সফল পরীক্ষার্থীদের জানাই হার্দিক অভিনন্দন।

