কলকাতা 

Abhishek Banerjee: ইডির আপত্তি গ্রহণযোগ্য নয়, চিকিৎসার জন্য দুবাই যেতেই পারেন অভিষেক, পালানোর আশঙ্কা ভিত্তিহীন: হাই কোর্ট

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : চোখের চিকিৎসা করাতে দুবাই যেতে পারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আজ বৃহস্পতিবার ইডিকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিষেকের বিদেশ যাত্রায় আপত্তি জানিয়েছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)’। তা নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। হাই কোর্ট তাঁকে ৩ থেকে ১০ জুন সস্ত্রীক দুবাইয়ে চিকিৎসা করানোর অনুমতি দিয়েছে। তবে অভিষেককে বিমানের টিকিট, হোটেল, ফোন নম্বর, হাসপাতালের নাম ইডির কাছে জমা দিতে হবে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে ইডির আইনজীবী এম ভি রাজু সওয়ালে বলেন, ফেরার বিনয় মিশ্র বর্তমানে দুবাইয়ে রয়েছেন। ইডির আশঙ্কা, অভিষেক বিনয়ের সঙ্গে সাক্ষাৎ করে নিজেও দেশ ছেড়ে পালাতে পারেন। ২০১৭ সাল থেকে ২০২০ পর্যন্ত অভিষেক একাধিক বার বিনয়ের সঙ্গে বিদেশ সফর করেছেন বলেও আদালতে দাবি করেছে ইডি। পাশাপাশি ভারতে এত সেরা সেরা চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান থাকতেও কেন অভিষেককে দুবাইয়ে যেতে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। তাঁর দাবি, অভিষেক কোন চিকিৎসকের কাছে দেখাবেন, তা-ও স্পষ্ট করে জানানো হয়নি।

Advertisement

পাল্টা অভিষেকের আইনজীবী সপ্তাংশু বসু বলেন, ‘‘আমি যে কোনও জায়গায় চিকিৎসা করাতে পারি তাতে অসুবিধা কী আছে? দুবাইয়ের পরিবর্তে সিঙ্গাপুরে যেতে পারি চিকিৎসা করতে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আমরা তদন্তে সব রকম সাহায্য করছি।’’

বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, কেন্দ্রীয় সরকার যদি নিশ্চিত ভাবে জানে যে বিনয় মিশ্র দুবাইতে আছেন, তাহলে তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তার জবাবে ইডির আইনজীবী বলেন, কেন্দ্র এ বিষয়ে চেষ্টা করছে।

এর পর বিচারপতি বলেন, ‘‘দুবাই থেকে অভিষেক অন্যত্র পালিয়ে যেতে পারেন ইডির এই আশঙ্কা ভিত্তিহীন। অভিষেক কোথায় চিকিৎসা করাবেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার। বর্তমানে তিনি এক জন সাংসদ। দুবাইয়ের হাসপাতাল থেকে তাঁর সঙ্গে একজনকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। মামলাকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর স্ত্রীকে নিয়ে যেতে চান।’’

এর পরই বিচারপতি বিবেক চৌধুরী অভিষেককে দুবাইয়ে চিকিৎসা করাতে যাওয়ার অনুমতি দেন। পাশাপাশি বলেন, ‘‘এই মামলায় প্রধান অভিযুক্ত হিসাবে বিনয় মিশ্রকে চিহ্নিত করেছে ইডি। অথচ এখনও তারা তাঁকে ধরতেই পারেনি। এখন ইডি বলছে, বিনয় অভিষেকের দেখা করতে পারেন। সুপ্রিম কোর্ট অভিষেকের যে কোনও জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করেনি। শীর্ষ আদালত বলেছে, ইডির নোটিসের ২৪ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে হবে। ফলে ওই নির্দেশ অনুযায়ী দুবাই যেতে অভিষেকের বাধা নেই।’’


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ