কলকাতা 

সাধারণ মানুষের সুবিধার্থে জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির গুরুত্বপূর্ণ সভা

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিনিধি : গত ২৬ শে মে,বৃহস্পতিবার আমানত ফাউন্ডেশনের অফিসে জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির উদ্যোগে কলকাতার বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন জনসেবার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব আতিকুর রহমান, জনসেবার ডিরেক্টর মুহাম্মদ শাহ আলম, প্রেসিডেন্ট গোলাম মোহাম্মদ লাডলা, বিশিষ্ট সদস্য অ্যাডভোকেট মাসুদ করিম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্ম-তৎপরতাকে কলকাতা তথা বাংলায় কি করে আরো প্রসার ঘটানো যায় সে বিষয়ে সভায় আলোকপাত করা হ্য়। এই অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয় এবং তার উর্দু ও বাংলা তরজমা করেন মুহাম্মদ ইলিয়াস ও জালালউদ্দিন আহমেদ।

জনসেবা ক্রেডিট সোসাইটি লিমিটেডের ডিরেক্টর মুহাম্মদ শাহ আলম জনসেবার শুরু এবং পশ্চিমবঙ্গের কাজকর্মের বিস্তারিত কর্মকাণ্ড আলোচনা করেন। জনসেবা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের হেড অফিসের অন্যতম কর্ণধার আতিকুর রহমান সাহেব জনসেবার উদ্দেশ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন যাতে তাঁরা জনসেবার ব্যাংকিং পরিষেবায় অংশগ্রহণ করেন এবং বাংলায় তার প্রচার ও প্রসার ঘটাতে এগিয়ে আসেন। জনসেবার উদ্দেশ্য গরিব মানুষদের উন্নয়ন ঘটানো, সেই লক্ষ্য যাতে পূর্ণ হয় সে ব্যাপারে তিনি আলোচনা করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনা শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন-এর মাধ্যমে সভাটি শেষ হয়।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ