কলকাতা 

কৃষকের এমএসপি গ্যারান্টি আইন কার্যকর করার দাবি জানালো জয় কিষান আন্দোলন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সেখ আবদুল আজিম : আজ বুধবার কলকাতা প্রেসক্লাবে জয় কিষান আন্দোলন পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। এম.এস.পি গ্যারান্টি আইন কার্যকর করতে অস্বীকার করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে রাজনৈতিক খেসারত দিতে হবে বলে দাবি করেন জয় কিষান আন্দোলনে কর্তৃপক্ষ।

প্রত্যেক রাজ্যের সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা এবং কৃষকদের নিরাপত্তার ব্যাপারে অসংবেদনশীল ও উদাসীনতা হচ্ছেন। কৃষক ও গ্রামীণ শ্রমিক সবাই পশ্চিমবঙ্গের দলবাজিতে পড়ে হাস ফাঁস করছে শাসক দল ছাড়াই কৃষক ও শ্রমিকদের জন্য সমস্ত সুবিধা যাতে তাদের সবার কাছে পৌঁছায় সে ব্যাপারে আন্দোলন শুরু করার জন্য আহ্বান দেন প্রবীর মিশ্র রাজ্য সভাপতি আন্দোলন।

Advertisement

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় কিষান আন্দোলন রাজ্য সর্বভারতীয় সভাপতি অভিক সাহা, বাঁকুড়া জেলার সভাপতি ননী রায়, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রবীর মিশ্র, হুগলি জেলা সভাপতি সুশান্ত কাড়ি আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ