দেশ 

Abhishek Banerjee : কলকাতায় অভিষেক-রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক ইডিকে নির্দেশ সুপ্রিম কোর্টের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আবেদনকে মান্যতা দিয়ে ঈদের কলকাতা অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করতে হবে বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর বাইরে কোন অফিসে ইডি ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না বন্দোপাধ্যায় দম্পতিকে। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় দেখছে ওয়াকিবহাল মহল। সুপ্রিমকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল। গত সপ্তাহে এই মামলায় সুপ্রিম কোর্ট সরাসরি ঈদের আইনজীবীর কাছে জানতে চেয়েছিল কলকাতা অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায় কে ডেকে জিজ্ঞাসাবাদ করলে আপত্তি কোথায়?

এর উত্তরে ইডির আইনজীবী সুপ্রিম কোর্টে বলেছিলেন এর আগে কয়েকজনকে গ্রেপ্তার করা হলে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে নিরাপত্তার অভাব বোধ থেকে দিল্লী অফিসে ডেকে পাঠানো হচ্ছে বন্দ্যোপাধ্যায় দম্পতিকে। আজ এ বিষয়ে সুপ্রিম কোর্ট বলেছে এক্ষেত্রে কলকাতা পুলিশকে ইডি অফিসের নিরাপত্তা দেখতে হবে এ নিয়ে কোনো অভিযোগ যেন ভবিষ্যতে না আসে। এদিন সুপ্রিম কোর্ট বলেছে বন্দ্যোপাধ্যায় দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য ২৪ ঘন্টা আগে নোটিশ দিতে হবে কেন্দ্রীয় সংস্থাকে।

Advertisement

এর আগে সুপ্রিম কোর্টকে অভিষেক জানিয়েছিলেন জিজ্ঞাসাবাদের নামে দিল্লিতে জেরার জন্য ডেকে তাঁদের হেনস্তা করা হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই রায়ে বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে অভিষেকের সেই অভিযোগকেই মান্যতা দিল শীর্ষ আদালত।

মঙ্গলবার ইডিকে দেওয়া বিশেষ নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে অভিষেক এবং রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি কলকাতায় ইডির জিজ্ঞাসাবাস চলাকালীন ইডির নিরাপত্তা কোনও ভাবে বিঘ্নিত হয় তবে, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেকের তরফে আবেদন করা হয়েছিল, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তখনই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ