দেশ 

আদিবাসী মহিলাকে ধর্ষণের দায়ে রাজস্থানের ঝালওয়ারে গ্রেপ্তার এবং সাসপেন্ড হলেন এক পুলিশ কর্মী

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: রাজস্থানের ঝালওয়ারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাসপেন্ড হলেন ৫৯ বছরের এক অ্যাসিস্ট্যান্ট  সাব-ইন্সপেক্টর। জানা গেছে,ঝালওয়ারের ভালতা থানা এলাকার বাসিন্দা ওই মহিলা গত জানুয়ারি মাসে নিজের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন। ওই মামলার তদন্তের ভার এসে পড়ে ৫৯ বছর বয়সি অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর জগদীশ প্রসাদের উপর। অভিযোগ, মামলার তদন্তভার নেওয়ার পর থেকেই নির্যাতিতাকে নানাভাবে উত্যক্ত করছিলেন ওই পুলিশ আধিকারিক। বারবার তদন্তের নামে তাঁকে অকারণে ফোন করা হত। থানায় ডাকা হত।

পুলিশ (Rajasthan Police) জানিয়েছে গত সোমবার রাতে গ্রামের একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন ওই মহিলা। তখন ওই পুলিশ আধিকারিক তাঁকে বাইরে ডাকেন। নিজের বাইকে বসিয়ে নিয়ে চলে যান পাশের জঙ্গলে। অভিযোগ, সেখানেই মহিলাকে ধর্ষণ করেন ওই পুলিশকর্মী। তারপর ভয় দেখিয়ে নিজেই মহিলাকে ওই বিয়েবাড়িতে নামিয়ে দিয়ে আসেন। নির্যাতিতা ওই মহিলা নিজের স্বামীকে সব ঘটনাক্রম জানান। তারপরই তাঁরা ওই পুলিশকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Advertisement

ওই আদিবাসী মহিলার (Tribal Woman) করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেন জেলা পুলিশ সুপার মণিকা সেন। তিনি প্রাথমিক তদন্তের পর অভিযুক্ত জগদীশ প্রসাদকে সাসপেন্ড এবং গ্রেপ্তার করেছেন। শুধু তাই নয়, ওই আধিকারিক অবসরের পরও কোনওরকম সরকারি সুযোগসুবিধা পাবেন না। মাস ছ’য়েকের মধ্যেই ওই পুলিশকর্তার অবসর নেওয়ার কথা।

পুলিশ জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার বয়ান রেকর্ড করানো হয়েছে। তাঁর মেডিক্যাল টেস্টও করানো হবে। পুলিশকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হবে।

কংগ্রেস (Congress) শাসিত রাজস্থানের আইনশৃঙ্খলা নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছে। গত দু’মাসে দফায় দফায় সেরাজ্যে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠছে। সেই সঙ্গে ধর্ষণ তথা খুনের ঘটনাও নিত্য নৈমিত্তিক হয়ে উঠছে। যা রাজ্য সরকারের ভাবমূর্তি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ