কলকাতা 

Weather Update: কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি আগামী চার দিন জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির সম্ভাবনা, এদিকে ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে আন্দামানে, তৈরি হতে পারে সাইক্লোন! বাংলায় কি আছড়ে পড়তে পারে সাইক্লোন? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খানিকটা বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আজ কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ৪০ থেকে নেমে ৩৫ ডিগ্রি হয়েছে। এর মধ্যেই আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে আর তাপ প্রবাহের কোন সম্ভাবনা নেই। ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের মানুষদের কাছে এটা স্বস্তির খবর। একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে ধীরে ধীরে আবহাওয়া আরো শীতল হবে ফলে গরম অনেকটাই কমে যাবে।

অন্যদিকে আন্দামান থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। ফলে সাইক্লোন তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাব বা সাইক্লোন বাংলায় আছে পড়তে পারে কিনা তা নিয়ে এখনই আবহবিদেরা কিছু বলতে পারছেন না।

Advertisement

তবে সোম-মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। এই দু’দিন ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে। এই নিয়ে আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতাও জারি করা হয়েছে।দু’দিন হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার।

আগামী চার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ বজায় থাকবে। তাই সোম-মঙ্গলের পরও বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি, তাপমাত্রা আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে।

উত্তরবঙ্গেও শনিবার এবং সোমবার শিলাবৃষ্টি হতে পারে বলে আগাম বার্তা দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের আট জেলাতেই জোরালো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, নদিয়া এবং মুর্শিদাবাদে শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।সোমবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় দমকা হাওয়া বইতে পারে। এ ছাড়া কলকাতা-সহ বাকি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল এবং বুধবারেও।আবহাওয়া দফতরের তরফে আরও জানানো হয়েছে, ৪ মে থেকে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ তৈরি হতে পারে নিম্নচাপ।পরে এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আন্দামান এবং সংলগ্ন এলাকায় অতিভারী বৃষ্টি নিয়ে আসতে পারে।

মে মাস সাইক্নোন তৈরি হওয়ার জন্য উপযু্ক্ত বলে মনে করা হয়। তাই এই ঘূর্ণাবর্ত চরিত্র বদলে সাইক্লোনের পরিণত হয় কি না, সে দিকেও বিশেষ নজর রাখছে হাওয়া অফিস।তবে আন্দামান থেকে ২০০০ কিমি দূরে থাকা বাংলায় এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে কি না, তা এখনই নিশ্চিত করে জানাচ্ছে না আবহাওয়া দফতর।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ