বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে তারকেশ্বরে ইফতার মজলিস
নিজস্ব প্রতিনিধি : তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে তারকেশ্বর বাস স্ট্যান্ড এক মহতী ইফতার মজলিস এর আয়োজন করা হয় ২৫ এপ্রিল।

এই মুহূর্তে ইফতার মজলিসে আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন। ধর্মপ্রাণ রোজাদার মুসলিম সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এই ইফতার মজলিসে সামিল হন। এদিনের ইফতার মজলিসে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র সহ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু জনপ্রতিনিধি।


খানাকুল থেকে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ইলিয়াস চৌধুরী, গোঘাটের ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্লকের তৃণমূলের পদাধিকারীরা এই মহতী ইফতার মজলিসে উপস্থিত ছিলেন। বিশিষ্ট সাংবাদিক অভিনেতা নওশাদ মল্লিক ও ইফতার মজলিসে উপস্থিত ছিলেন।
রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে ইফতার মজলিস ছিল শৃঙ্খলিত এবং ব্যবস্থাপনা ছিল খুব সুন্দর।

