কলকাতা 

Summer Vacation: রাজ্যের শিক্ষকদের আবেদনে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী, এগিয়ে এলো গরমের ছুটি,পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে সিদ্ধান্ত, জানালেন মুখ্যমন্ত্রী, কবে থেকে ছুটি ? জানতে হলে ক্লিক করুন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : অধিকাংশ শিক্ষক এবং শিক্ষক সংগঠন গুলির আবেদনে সাড়া দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এগিয়ে এলো গরমের ছুটি। আগামী ২ মে  সোমবার থেকে গরমের ছুটি দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। এর উপর দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র তাপ প্রবাহে রাজ্যের মানুষের নাভিশ্বাস উঠেছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে রাখা ছেলে মেয়েদের পক্ষে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। এই তীব্র তাপদাহে বিগত দুই দিনে দুজন ছাত্র মারা গেছে বলে খবরে প্রকাশ। যাদবপুর বিদ্যাপীঠ এর ছাত্র এবং কলকাতা তপসিয়ায় বসবাসরত এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী গতকালই গরমের শিকার হয়ে মারা গেছে। এই অবস্থায় রাজ্যের শিক্ষক মহল মনে করেছিল গরমের ছুটি এগিয়ে আনাটাই সরকারের প্রথম প্রধান দায়িত্ব হওয়া উচিত। তৃণমূলের শিক্ষক সংগঠন বাদ দিয়ে বাকি অধিকাংশ শিক্ষক সংগঠনের অভিমত ছিল গরমের ছুটি এগিয়ে আনার পক্ষে।

Advertisement

আর এ নিয়েই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যজুড়ে প্রশাসনিক বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকে সব জেলার প্রশাসনিক আধিকারিকরা যোগ দিয়েছিলেন। বৈঠক শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান আগামী ২ মে  থেকে গরমের ছুটি পড়বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পর সমস্ত জল্পনা-কল্পনার অবসান হলো। মর্নিং স্কুল চালু করার কল্পিত এবং অবাস্তব সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় রাজ্যের শিক্ষক মহল খুশি।

আসলে গরমের ছুটি করার কথা ছিল আগামী একুশে মে পর থেকে। কিন্তু গত কয়েকদিন ধরে যে তীব্র গরম পড়েছে তার বাস্তবতা উপলব্ধি করে মুখ্যমন্ত্রী ২মে থেকে ছুটি দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর কে।

 

 

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ