কলকাতা 

IGNOU : সারা দেশের সঙ্গে এ রাজ্যেও পালিত হল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)-এর ৩৫ তম সমাবর্তন

শেয়ার করুন

নায়ীমুল হকের প্রতিবেদন: গত কাল ২৬ শে এপ্রিল ভারতবর্ষের ৩২ টি আঞ্চলিক কেন্দ্রের সঙ্গে কোলকাতা আঞ্চলিক কেন্দ্রেও পালিত হল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU)-এর ৩৫ তম সমাবর্তন অনুষ্ঠান।কোলকাতায় মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল সল্টলেকে বিদ্যুৎ ভবন এর আরএনসি অডিটোরিয়ামে।

দিল্লীতে মাননীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ডিজিটাল মোড-এ এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।এক সঙ্গে সমস্ত আঞ্চলিক কেন্দ্রে তা প্রদর্শিত হয়।

Advertisement

কোলকাতা কেন্দ্রে এর পরেই অধ্যাপক অজয় কুমার রায়, ভূতপূর্ব নির্দেশক, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সাইন্স এন্ড টেকনোলজি ,শিবপুর গেস্ট অফ অনার এর আসন অলংকৃত করেন। কোলকাতা আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা ড.শিব কুমার জি এন সমাবর্তন উৎসবে দিখ্যান্ত ভাষণ দেন। সমস্ত বক্তব্যই ২০২০ র শিক্ষা পলিসি অনুযায়ী আলোচিত হয়।

IGNOU র সব পাঠক্রম ই সাধারণের নাগালে,সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রয়োজনের জন্যই যে দেওয়া হচ্ছে, তা বারে বারে এদিনের আলোচনায় উঠে আসে। প্রথাগতভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার কাজ শুরু হয়।

সামগ্রিক ভাবে IGNOU তে ২,৯১,৫৮৮ জন শিক্ষার্থী ডিগ্রী, ডিপ্লোমা, সার্টিফিকেট পান এবং কোলকাতা কেন্দ্রে পান ১০,৬৩০।

জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ