জেলা 

Deucha Pachami Coal Block: বীরভূমের ডেউচা-পাঁচামিতে সরকারের চেক বিলি অনুষ্ঠান আন্দোলনের চাপে বাতিল করলো জেলা প্রশাসন

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : বীরভূমের ডেউচা-পাঁচামিতে প্রস্তাবিত কয়লাখনি প্রকল্পের সরকারি কর্মসূচি ঘিরে ফের অশান্তি ছড়াল। সোমবার জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ এলাকায় জমিহারা পরিবারের কয়েক জনকে চাকরির নিয়োগপত্র, পাট্টা ও চেক প্রদানের একটি অনুষ্ঠান ছিল। কিন্তু স্থানীয় আদিবাসীদের একাংশের অভিযোগ, ওই অনুষ্ঠানে এসেছিলেন বেশ কয়েকজন বহিরাগত।

‘বহিরাগতদের আসা বন্ধ করতে হবে’, এই দাবিতে তাঁরা ডেউচা-পাঁচামি কোল ব্লক এলাকার বিভিন্ন জায়গায় অবরোধ করেন। কোল ব্লক এলাকায় ঢোকার আগেই মথুরা পাহাড়ি , দেওয়ানগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় হাতে তির-ধনুক নিয়ে রাস্তা অবরোধ করেন আন্দোলনকারীরা।

Advertisement

প্রশাসনের আধিকারিকেরা দফায় দফায় আলোচনা চালান আন্দোলনকারীদের সঙ্গে । কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এমনকি, বীরভূমের জেলাশাসক বিধান রায় এবং জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীও ঢুকতে পারেননি এলাকায়। তাঁরা গ্রামের অদূরে পৌঁছালেও ভিতরে প্রবেশ করতে পারেননি। পরে ঘোষণা করা হয়, সোমবারের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছিলেন শান্তিপূর্ণভাবে এলাকার সমস্যার সমাধান করা হয়েছে হয়েছে তা সত্ত্বেও গতকালের এই আন্দোলন প্রমাণ করেছে ওই এলাকায় এখনও আন্দোলন চলছে। গতকাল আন্দোলনকারীদের বিক্ষোভ এতটাই ছিল যে ওই এলাকা থেকে প্রশাসনকে পাততাড়ি গুটিয়ে চলে আসতে হয়। এদিকে এটা স্পষ্ট হয়েছে যে, দেওচা পাচামির আন্দোলন খুব সহজে শেষ হয়ে যাবে না।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ