কলকাতা 

SSC : শিক্ষক নিয়োগ মামলায় আপাতত সিবিআই দপ্তরে যেতে হবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে, আগামীকাল ডিভিশন বেঞ্চে ফের শুনানি

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ এর নির্দেশ মতো আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে সিবিআই দপ্তরে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে ছিলেন কোন অজুহাতে সিবিআই এড়ানো যাবে না। এমনকি এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হওয়া যাবে না বলে নির্দেশে বলা হয়েছিল।

একক বেঞ্চ এর নির্দেশ মতো সিবিআইয়ের নিজাম প্যালেস ভবনে গোয়েন্দারা তৈরি হচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন আজকের মত সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। আজ এই মামলার পুরো শুনানি ডিভিশন বেঞ্চে হয়নি শুধুমাত্র এই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামীকাল বুধবার বেলা সাড়ে দশটায় এই মামলার শুনানি হবে। আগামীকালই স্পষ্ট হবে সিবিআই দপ্তর এর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হাজিরা দিতে হবে কিনা। আপাতত শান্তিতে  প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ