কলকাতা 

SSC: নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় এবার প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের, সিবিআই এড়াতে ভর্তি হওয়া যাবে না উডর্বান ওয়ার্ডে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : এসএলএসটির নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় সংকটের মুখে তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ ছিল প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে সিবিআই দপ্তর হাজিরা দেওয়ার। একইসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন সিবিআইয়ের হাজিরা এড়াতে কোনভাবেই যেন চেষ্টা না করেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই সঙ্গে আদালত এও বলেছে প্রয়োজন হলে সিবিআই গ্রেপ্তারও করতে পারবে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে প্রাক্তন শিক্ষামন্ত্রী SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি হতে পারবেন না।

Advertisement

এদিকে জানা গেছে পার্থ চট্টোপাধ্যায় এখন উপ-নির্বাচন উপলক্ষে তৃণমূল পাটি অফিসে কন্ট্রোল রুমে রয়েছেন। এই মুহূর্তে বিকেল পাঁচটার মধ্যে সিবিআই দপ্তর যাওয়া পার্থ চট্টোপাধ্যায় পক্ষে অসম্ভব বলেই মনে করা হচ্ছে। তাই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শুরু করেছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কী বলে সেদিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের সাধারণ মানুষ।

উল্লেখ্য, গতকাল সোমবার কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে গঠিত অনুসন্ধান কমিটি রিপোর্ট পেশ করেন। ওই রিপোর্টে বলা হয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে গঠিত উপদেষ্টা কমিটি বেআইনিভাবে তৈরি করা হয়েছিল। স্কুল সার্ভিস কমিশন আইনে কোথাও এই ধরনের উপদেষ্টা কমিটির তৈরি করার বিধান নেই। একইসঙ্গে ওই কমিটির রিপোর্টে বলেছে, উপদেষ্টা কমিটির আহ্বায়ক এস কে সিনহা কম্পিউটার সেকশনে আধিকারিক সমরজিৎ আচার্যের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। ওই রিপোর্ট সরাসরি কাঠগড়ায় তুলেছে উপদেষ্টা কমিটির আহ্বায়ক এসকে সিনহা এবং মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গাঙ্গুলীকেও।


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ