আন্তর্জাতিক 

Imran Khan : “বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা অর্জন করতে, ক্ষমতা বদলের জন্য প্রয়োজন এক নতুন সংগ্রামের,দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে রক্ষা করা জনসাধারণের কর্তব্য” : ইমরান খান

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক: শনিবার দিনগত রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুরসি হারিয়েছেন প্রখ্যাত ক্রিকেট অধিনায়ক ইমরান খান। পাকিস্তান সংসদের আস্থা ভোট চলাকালীন সময়ে ইমরান খান হঠাৎই সংসদ ছেড়ে বেরিয়ে যান। তারপর শোনা যায় তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে হেলিকপ্টারে অন্য কোথাও চলে গেছেন। পাকিস্তানের ইতিহাস পাল্টে যায় রাত ঠিক বারোটার পরে। সংসদেই ইমরান সরকার পরাস্ত হয় অনাস্থার পক্ষে ভোট পড়ে ১৭৪ টি। ৩৪২ আসনের পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ইমরান খানের গদি চলে যায়। এই ঘটনার পর থেকে প্রায় ১৫ ঘন্টা ইমরান খান নিরব থাকেন।

তিনি কোথায় আছেন? কি করছেন? তাঁর ভবিষ্যত নিয়ে আন্তর্জাতিক সংবাদ মহল আলোচনা করতে শুরু করে। ঠিক সেই সময়ই নায়কোচিত ভাবে উঠে এলো ইমরান খানের প্রতিক্রিয়া। তিনি বললেন নতুন করে পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু করতে হবে। ১৯৪৭ সালের ১৪ ই আগস্ট যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাকিস্তান তৈরি করা হয়েছিল তা সফল হয়নি সেই সাফল্য আনতে গেলে নতুন করে গণআন্দোলন জরুরি।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে লিখেছেন, ”১৯৪৭ সালে পাকিস্তান (Pakistan) গড়ে উঠেছিল একটি স্বাধীন দেশ হিসেবে। কিন্তু আজ সূচনা হল বিদেশি ষড়যন্ত্রের হাত থেকে স্বাধীনতা অর্জন করতে, ক্ষমতা বদলের জন্য প্রয়োজন এক নতুন সংগ্রামের,দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে রক্ষা করা জনসাধারণের কর্তব্য” ।”

উল্লেখ্য়, ক্ষমতা হারানোর পরে শনিবার রাত থেকে রবিবার সারা দিন প্রকাশ্যে আসেননি ইমরান। আস্থা ভোটে হারের পরও টুইটারে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। কোনও বার্তা দেননি দেশবাসীর উদ্দেশেও। ফলে ইমরানকে নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছিল। অবশেষে মুখ খুললেন তিনি। এবং তাঁর গদি হারানোর পিছনে বিদেশি ষড়যন্ত্রের কথাই ফের শোনা গেল তাঁর মুখে। এর আগেও ইমরান ইঙ্গিত দিয়েছিলেন পাকিস্তানের সরকারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বৈদেশিক শক্তি। এমনকী, একবার তিনি আমেরিকার নামও নিয়ে ফেলেন। তাঁর অভিযোগ, আমেরিকাই কলকাঠি নাড়ছে তাঁকে ক্ষমতা থেকে সরাতে। এবার ফের সেই ইস্যুতেই সরব হলেন তিনি।

সূত্রের খবর, রবিবার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (PTI) বৈঠক ডেকেছেন ইমরান। সেখানে দলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। এমনটাই জানিয়েছেন দলের অন্যতম শীর্ষনেতা ফয়জল জাভেদ খান। তবে বৈঠকটি শুরু হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

 


শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ