দেশ 

CPIM : পলিটব্যুরো থেকেও বিদায় নিলেন বিমান, বাংলা থেকে কেন্দ্রীয় কমিটিতে তিন নতুন মুখ, সীতারামেই আস্থা সিপিএমের

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বাংলার জনরব ডেস্ক : সিপিএমের পলিটব্যুরোর সদস্যপদ থেকে অব্যাহতি নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এখন তিনি আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন। দলের সাধারণ সম্পাদক হিসাবে থাকলেন সীতারাম ইয়েচুরিই। সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন বাংলার তিন নতুন মুখ। নতুন সদস্যরা হলেন দেবলীনা হেমব্রম, শমীক লাহিড়ী এবং সুমিত দে। কেরলের কান্নুরে পার্টি কংগ্রেসের বৈঠকে শেষ দিনে এই তিন জনের নাম ঘোষণা করল সিপিএম।

কেন্দ্রীয় কমিটিতে ডায়মন্ড হারবারের প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগনার সিপিএমের জেলা সম্পাদক শমীক যে জায়গা পাবেন, আগে থেকেই তা প্রত্যাশিত ছিল। সেই মতো তাঁর নাম ঘোষণা করেছে সিপিএম। এ ছাড়াও বাংলা থেকে আরও দু’জনকে নেওয়া হল কেন্দ্রীয় কমিটিতে। দেবলীনা ‘লড়াকু নেত্রী’ হিসাবে পরিচিত। বাম জমানায় তিনি মন্ত্রী ছিলেন। এ বার তাঁকে কমিটিতে নেওয়া হল। নদিয়ার জেলা সম্পাদক হিসাবে পরিচিত মুখ সুমিত।

Advertisement

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সম্পর্কিত নিবন্ধ